X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

একসময়ের দেশসেরা গোলকিপারের পাশে কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৯:১১আপডেট : ০৭ জুন ২০২৩, ১৯:৪৫

একসময়ের দেশসেরা গোলকিপার মোহাম্মদ মহসিনের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। মোহামেডান-আবাহনীতে খেলা গোলকিপারকে চিকিৎসার জন্য এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক।

দীর্ঘদিন ধরে অসুস্থ মহসিনকে মঙ্গলবার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। যার ধারাবাহিকতায় বুধবার (৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে তাকে।

একই দিন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিলও জানালেন, ‘আমিও ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা করছি। সেটা দ্রুত তার পরিবারের কাছে চিকিৎসার জন্য পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মহসিন ভাই বাংলাদেশের খ্যাতিমান গোলরক্ষকদের মধ্যে অন্যতম। তিনি বর্তমানে বিপর্যস্ত অবস্থায় আছেন। বিসিবি ঘোষণা করেছে তারা তার পাশে থাকবে। আমি এটাকে সাধুবাদ জানাই। গতকাল সভাপতি কাজী সালাউদ্দিনও ঘোষণা দিয়েছেন মহসিন ভাইকে এক লাখ টাকা দেবেন। তার পাশে থাকবেন।’

মোহাম্মদ মহসিনের শুরুটা হয়েছে আবাহনীর মাধ্যমেই। সেই স্মৃতিচারণা করতে গিয়ে কাজী নাবিল ফিরে গেলেন অতীতে, ‘আমি একটু স্মৃতিচারণ করতে চাই। ১৯৭৯ সালে ছোট ছিলাম। আমার বাবা (কাজী শাহেদ আহমেদ) তখন আবাহনী ক্লাবের কর্মকর্তা, সহ-সভাপতি ছিলেন। আমার বাবার সঙ্গে সকালে ট্রেনিং দেখতে যেতাম। তখন মহসিন ভাই জুনিয়র গোলকিপার ছিলেন, তৃতীয় গোলকিপার হয়ে খেলতেন। আবাহনীর প্রথম গোলকিপার ছিলেন তখন লায়নল পিরিচ।’

কাজী নাবিল মনে করেন, দেশসেরা সাবেক এই গোলকিপারের পাশে এসে দাঁড়ানো সবার দায়িত্বও, ‘তখন মহসিন ভাইয়ের বয়স ১৭ কিংবা ১৮ ছিল। পরে তিনি বড় গোলকিপারে পরিণত হন। মোহামেডান-আবাহনীসহ অন্য দলেও খেলেছেন। জাতীয় দলে ১০ বছর দায়িত্ব পালন করেছেন। আমাদের সবার দায়িত্ব তার পাশে এসে দাঁড়ানো। আমিও তার পাশে এসে দাঁড়িয়েছি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ