কাতার বিশ্বকাপে শেষদিকে অপ্রত্যাশিতভাবে উপেক্ষিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখনকার কোচ ফের্নান্দো সান্তোসের সাহসী সিদ্ধান্ত হয়েছিল সমালোচিত, এমনকি চাকরিও হারান তিনি। কোচ পাল্টে গেছে। দলের দায়িত্ব নেওয়া রবার্তো মার্তিনেজ ভুল করেননি। ইউরো বাছাইয়ের প্রথম চার ম্যাচেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে খেলান। স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে নতুন করে দল ঘোষণা হলো শুক্রবার, প্রত্যাশিতভাবে আছেন সিআরসেভেন।
সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল ‘জে’ গ্রুপের শীর্ষে বসে আছে। সামনের বছর জার্মানিতে হতে যাওয়া টুর্নামেন্টের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত। আগামী শুক্রবার ব্রাটিস্লাভায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে পর্তুগাল, তিন দিন পর স্বাগত জানাবে লুক্সেমবার্গকে।
গত জুনে আইসল্যান্ডের বিপক্ষে ২০০তম ম্যাচ খেলেন রোনালদো, তার দল জেতে ১-০ গোলে। চার ম্যাচে করেছেন পাঁচ গোল, তাকে ছাড়া দল কল্পনাই করেন না মার্তিনেজ, ‘২০০ ম্যাচ খেলা একজন খেলোয়াড়, এটা একেবারেই অন্যরকম কিছু। আপনাদের বলতে পারি, আমার দলে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়ে আমি খুব সুখী।’
আল নাসরের তারকার সঙ্গে আরও দুজন সৌদি ক্লাবের খেলোয়াড়কে রেখেছেন কোচ। রোনালদোর ক্লাব সতীর্থ ওটাভিও ও আল হিলালের রুবেন নেভেস। দলে নতুন মুখ উলভসের ফুলব্যাক তোতি।
পর্তুগাল দল: গোলকিপার- ডিওগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও; ডিফেন্ডার- ডিওগো ডালট, নেলসন সেমেদো, হোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, তোতি; মিডফিল্ডার- হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, ওটাভিও, ভিতিনহা, বার্নার্দো সিলভা; ফরোয়ার্ড- রিকার্ডো হোরতা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো, গনসালো রামোস, ডিওগো জোতা।