X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

ব্রাজিলকে হারানো ‘ঐতিহাসিক’ অর্জন মনে করেন মেসি

স্পোর্টস ডেস্ক 
২২ নভেম্বর ২০২৩, ১৩:৫৬আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৪:০০

বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আলাদা ইতিহাস আছে ব্রাজিলের। কখনও হার দেখেনি। অপরাজিত ছিল টানা ৬৪ ম্যাচ! সেই রেকর্ডই ভঙ্গ হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কল্যাণে। মেসিদের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় বাছাইয়ে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ নিয়েছে সেলেসাওরা। ব্রাজিলকে হারানো এই ম্যাচটাকে তাই ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে মাঠে যে উত্তাপ থাকে এদিন সেটা ছাপিয়ে গিয়েছিল সব কিছু। জাতীয় সংগীতের সময় স্ট্যান্ডে দুই দলের সর্মথকরা মারামারি করায় আর্জেন্টাইন সমর্থকদের লাঠিপেটা করেছে ব্রাজিলিয়ান পুলিশ। তাদের লাঠিপেটা থামাতে ও সমর্থকদের শান্ত করতে আক্রান্তস্থান পর্যন্ত ছুটে যায় টিম আর্জেন্টিনা। যার নেতৃত্বে ছিলেন স্বয়ং মেসি। তার পরেও অবস্থা শান্ত না হলে দল নিয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান ড্রেসিং রুম। অবস্থা শান্ত হওয়ার পরই তারা মাঠে নেমেছেন। তার পর মাঠে খেলা গড়ালে সেখানেও ছিল ব্রাজিলিয়ানদের যুদ্ধংদেহী মনোভাব। তাতেও জয় পায়নি তারা। বরং টানা তৃতীয় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। এমন ম্যাচের পর মেসি সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে এই দলটা একের পর এক ঐতিহাসিক জিনিস অর্জন করে যাচ্ছে। সেটা আবারও দেখালো।’

এই পরাজয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে ব্রাজিল। পয়েন্ট টেবিলে অবস্থান করছে ছয় নম্বরে। বিশ্বকাপের মূল পর্বে যেতে এই ষষ্ঠস্থানের মধ্যে থাকতে হবে। ম্যাচের সার্বিক দিক নিয়ে মেসির মূল্যায়ন, ‘অবশ্যই ম্যাচের আগে শুরুটা ভালো ছিল না। আমরা দেখেছি কীভাবে তারা মানুষদের পেটাচ্ছিল।’

ওই ঘটনায় মেসিসহ দলের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ, ‘সেখানে পরিবারের সবাই ছিল। ফলে পরিবারের কথা ভাবতে হয়েছে। কারণ কী হচ্ছে কেউ জানি না। আমরা ম্যাচ খেলার চেয়েও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তখন ম্যাচ খেলা গৌণ হয়ে পড়েছিল। তার পরেও এমন পরিস্থিতির পর ম্যাচ জয়। ফলে আমার কাছে মনে হয়, এই দলটার জেতা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম।’

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে শুধু প্রথমবারই হারেনি ব্রাজিল। ২০০১ সালের পর এই প্রথম সেলেসাওরা টানা তিন ম্যাচ হারের স্বাদ নিয়েছে। তাতে জয়হীন থাকলো চার ম্যাচ! এই ব্রাজিলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভালো করেই জানেন মেসি, ‘আসলে ব্রাজিলে এমন জয় মানে দারুণ কিছু। কারণ ঘরের মাঠের ইতিহাস ধরলে তারা এতদিন ছিল শক্তিশালী।’  

/এফআইআর/
সম্পর্কিত
মেসির ফ্রি কিকে পোর্তোকে হারালো মায়ামি
ইতালিয়ান লিজেন্ডের জার্সি পেয়ে আনন্দে আত্মহারা মেসি
হতাশায় ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের
সর্বশেষ খবর
মাত্র ৩ উপকরণেই বানিয়ে ফেলা যায় ম্যাংগো আইসক্রিম
মাত্র ৩ উপকরণেই বানিয়ে ফেলা যায় ম্যাংগো আইসক্রিম
অবশেষে ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিলেন ইশরাক সমর্থকরা
অবশেষে ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিলেন ইশরাক সমর্থকরা
সাবেক সিইসি নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
সাবেক সিইসি নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
সালমান-আনিসুল-শাজাহানসহ রিমান্ডে ৫
সালমান-আনিসুল-শাজাহানসহ রিমান্ডে ৫
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক