X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইয়ামালের গোলে বার্সার কষ্টার্জিত জয়  

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১০:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:২৯

লা লিগায় আগের ম্যাচে ড্র করে চাপে ছিল বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষেও টানা দ্বিতীয় ড্রয়ের শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল। ৭৩ মিনিটে তার করা একমাত্র গোলে কষ্টার্জিত এক জয় (১-০) নিয়ে বার্সা মাঠ ছেড়েছে।

এই জয়ে সাময়িকের জন্য হলেও ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে বার্সা দুইয়ে উঠেছে। তিনে থাকা জিরোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। রিয়াল মাদ্রিদ ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। জোরানাও ম্যাচ কম খেলেছে একটি। 

বার্সায় প্রথম পূর্ণ মৌসুমে সব মিলিয়ে ১৬ বছর বয়সী ইয়ামালের এটি ছিল ষষ্ঠ গোল। তারও আগে ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু মাইলফলকও ছুঁয়েছেন তিনি। যার মধ্যে সর্বকনিষ্ঠ হয়ে স্প্যানিশ লিগে অভিষেকের পাশাপাশি গোল করার নজিরও রয়েছে। 

ম্যাচে বার্সা যেভাবে শুরু করেছিল তাতে ২৪ মিনিটে তারা গোল পেতে পারতো। রাফিনহা কড়া চ্যালেঞ্জের শিকার হলে ভার রিভিউর পর পেনাল্টি পেয়েছিল বার্সা। কিন্তু স্পট কিক থেকে ইলকায় গুন্দোগানের নেওয়া শট বাম প্রান্তে ডাইভ দিয়ে সেভ করেছেন মায়োর্কা গোলকিপার পেদ্রাগ রাজকোভিচ। 

বিরতির পর কোপা দেল রে ফাইনালিস্ট মায়োর্কা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কিন্তু গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সাফল্য পায়নি। রেলিগেশন জোন থেকে মায়োর্কা ৮ পয়েন্ট দূরে অবস্থান করছে। ২৭ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে। 

চ্যাম্পিয়ন্স লিগ আসন্ন হওয়ায় প্রাণ ভোমরা রবের্ত লেভানদোভস্কিকে শেষ ত্রিশ মিনিটের জন্য বেঞ্চে রেখেছিলেন জাভি। মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে তাদের প্রতিপক্ষ নাপোলি। প্রথম লেগটি ইতালিতে ১-১ সমতায় শেষ হয়েছিল। 

/এফআইআর/
সম্পর্কিত
বরখাস্তের গুঞ্জনে জাভি বললেন, ‘কিছুই বদলায়নি’
জাভিকে বরখাস্ত করতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
সর্বশেষ খবর
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি