X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আজ ইউরো ক্ল্যাসিকে মুখোমুখি স্পেন-ইতালি

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৪, ১৫:৩৬আপডেট : ২০ জুন ২০২৪, ১৫:৩৬

গত ইউরোর সেমিফাইনালেই স্পেনের মুখোমুখি হয়েছিল ইতালি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ইতালি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পরে তো ইউরোর শিরোপা জিতেছে। সেই ইতালিকে এবার গ্রুপ পর্বেই পেয়েছে শক্তিশালী স্পেন। রাত ১টার ম্যাচে যে দল জিতবে তারা কাটবে শেষ ষোলোর টিকিট। 

দুই দল উদ্বোধনী ম্যাচ জয়ে শুরু করলেও চরিত্রটা ছিল ভিন্ন রকম। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে স্পেন বিধ্বস্ত করেছে। ইতালি অবশ্য আলবেনিয়ার কাছে টুর্নামেন্টের দ্রুততম গোল (মাত্র ২৩ সেকেন্ড) হজম করেও পরে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।   তাই গ্রুপ পর্বের ম্যাচ হলেও ক্ল্যাসিক আরেকটি ম্যাচের আশা স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের, ‘প্রতিটি আন্তর্জাতিক টুর্নামেন্টেরই তারা শিরোপা প্রত্যাশী। স্পেন-ইতালি ম্যাচ সব সময়ই ক্ল্যাসিক। এটা ফাইনালের মতোই রূপ নিতে পারে।’

বড় টুর্নামেন্টে রেকর্ড ১১বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই মুখোমুখি টানা পঞ্চমবার! মুখোমুখি লড়াইয়ে অবশ্য ইতালিরই আধিপত্য। পেনাল্টি শুটআউট বাদে ইউরো আর বিশ্বকপে ১০ ম্যাচে মাত্র একবারই হেরেছে আজ্জুরিরা। সর্বশেষ হারটি ছিল ২০১২ সালের ফাইনালে ৪-০ গোলে।

গত আসরে ইতালি রবের্তো মানচিনির অধীনে ইউরো জিতেছিল। এবার অবশ্য স্পালেত্তির অধীনে খেলতে এসেছে। যিনি সিরি আ’য় নাপোলিকে শিরোপা জিতিয়েছেন ১৯৯০ সালের পর। সাফল্যের এই ধারা তার জাতীয় দলেও ধরে রাখতে চাওয়ার কথা। এই ম্যাচকে তাই ভীষণ গুরুত্ব দিয়ে দেখছেন ইতালি কোচ, ‘এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে, যার গল্পটা পরে গর্ব করে বলার মতো হতে পারে।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্য চিরাচরিত রক্ষণাত্মক কৌশল বাদ দিয়ে আক্রমণাত্মক খেলাকেই মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছে। স্পেনও তাই। স্পালেত্তি জানিয়েছেন, সেই ধারা স্পেনের বিপক্ষেও ধরে খেলবে তার দল, ‘আমরা ৯০ মিনিট সেই তীব্রতা ধরে রেখেই খেলবো। গতময়তার সঙ্গেই খেলতে হবে। নাহলে ওরা আমাদের আঘাত করবে।’

একই দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে স্লোভেনিয়া-সার্বিয়া। পরে রাত ১০টায় ডেনমার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। জয়ে শুরু করা থ্রি লায়ন্সরা আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করবে।

/এফআইআর/ 
সম্পর্কিত
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
অবসরের ঘোষণা শাকিরির
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল