কোপা আমেরিকায় গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ব্রাজিল তাদের কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। কনকাকাফ অঞ্চলের এই দলটির বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে নতুন চেহারার ব্রাজিল।
গতবারের ফাইনালিস্ট ব্রাজিল। আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে গিয়েছে। এরপর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে টাইব্রেকারে বিদায় নেয়। তারপর থেকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল তারা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হারে সেলেসাওরা। দোরিভাল জুনিয়র গত জানুয়ারিতে কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছে ব্রাজিল। তারুণ্যের প্রতিচ্ছবি এই দলটি। এই বছর ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখায় তারা। তারপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। তারপর মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর পর যুক্তরাষ্ট্রে সঙ্গে ড্র করে।
দোরিভালের অধীনে প্রথম কোনও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করতে চায় তারা। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায়। খেলাটি দেখা যাবে বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।