কয়েক মাস আগে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছিল। শিশু কিশোরদের নিয়ে সপ্তাহে তিন দিন অনুশীলন হচ্ছে সেখানে। এবার বাফুফে আরও তিন বিভাগীয় শহরে ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে।
‘ফুটবল ফর হেলথ’ স্লোগানকে সামনে রেখে তিন বিভাগীয় শহর রাজশাহী, সিলেট ও খুলনায় এই একাডেমি চালু হচ্ছে । আজ (মঙ্গলবার) দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আসে এমন ঘোষণা।
আগস্টের প্রথম সপ্তাহ থেকে তিন বিভাগীয় শহরে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে এই কার্যক্রম। তবে আগ্রহীদের সেজন্য টাকা দিতে হবে।
৮-১১ বছর ও ১১-১৪ বছর বয়সী আগ্রহীরা ৪৫ জন করে ভর্তি হতে পারবে। ঢাকার মতো মাসিক ফি ৩ হাজার টাকা নির্ধারণ করেছে বাফুফে। সিলেট, রাজশাহী ও খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অফিস ছাড়াও বাফুফের ফেসবুক পেজেও ভর্তি ফরম থাকবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলবে।
বাফুফের ফুটবল ফর হেলথ স্লোগানের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান। আজ সংবাদ সম্মেলনে তিনি বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চায়। বাফুফে এই উদ্যোগ নেওয়ায় অনেক বাচ্চাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।’
ঢাকায় এই অনাবাসিক একাডেমির জন্য আবার টুর্নামেন্টও আয়োজন করবে বাফুফে। এই একাডেমি থেকে কোনও মেধাবী ফুটবলার পেলে কিংবা কেউ পেশাদার ফুটবল হতে চাইলে এলিট একাডেমিতে ট্রায়াল দেওয়ার সুযোগ থাকবে।
বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান মানিকসহ কমিটির অনেকই উপস্থিত ছিলেন।