অ্যানফিল্ডে তিক্ত এক অভিজ্ঞতাই হলো পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ম্যানচেস্টার সিটির ২-০ গোলে হারের সঙ্গে স্বাগতিক দর্শকদের অপ্রীতিকর আচরণও সামলাতো হয়েছে তাকে।
ম্যাচের সময় লিভারপুল দর্শকরা স্লোগান দিচ্ছিলেন সিটি কোচকে কেন্দ্র করে। স্লোগানে বলা হচ্ছিল, ‘সকালেই তুমি চাকরি হারাতে যাচ্ছো’।
মূলত সাত ম্যাচে ম্যানসিটি ষষ্ঠ হার দেখাতেই পেপ গার্দিওলাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তার পরেও মাঠে প্রতিক্রিয়া দেখিয়েছেন সিটি কোচ। আঙুলের ইশারায় দর্শকদের দেখিয়েছেন ৬ নম্বর। যার মানে প্রিমিয়ার লিগে গত ৭ মৌসুমে ৬টি শিরোপা জেতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে দু’বার শিরোপা জিতেছে লিভারপুলকে বঞ্চিত করে।
সম্প্রতি সিটির বাজে অবস্থার জন্যই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন গার্দিওলা। তবে ৫৩ বছর বয়সী এটা নিশ্চিত করেছেন, ফল ভালো না হলে বেশিদিন থাকবেন না তিনি। ম্যাচের পর সেই স্লোগানের প্রসঙ্গ উঠে এলে গার্দিওলা বলেছেন, ‘স্টেডিয়ামের সবাই এখন আমাকে বরখাস্ত করতে চায়। যেটার শুরু হয়েছে ব্রাইটনে (সেই ম্যাচে ২-১ গোলে হেরেছে সিটি)। হয়তো তারা ঠিক, কারণ ফলই বাজে আসছে।’
তবে অ্যানফিল্ড দর্শকদের এমন আচরণ মোটেও আশা করেননি সিটি কোচ। তিনি বলেছেন, ‘অ্যানফিল্ডে এটা মোটেও আশা করিনি। লিভারপুলের দর্শকদের কাছে তো আরও নয়। তার পরেও ঠিক আছে, এটা ম্যাচের অংশ মনে করছি। ব্যাপারটাও অনুধাবন করছি। ওদের সঙ্গে অবিশ্বাস্য সব ম্যাচ লড়েছি। তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে।’
এই হারে গার্দিওলার দুর্দশার রেকর্ড অব্যাহত থেকেছে। তার অধীনে ১০ অ্যাওয়ে ম্যাচের ৬টিতে হার দেখেছে সিটি।