X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

অ্যানফিল্ডে এমনটা আশা করেননি গার্দিওলা

  স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

অ্যানফিল্ডে তিক্ত এক অভিজ্ঞতাই হলো পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ম্যানচেস্টার সিটির ২-০ গোলে হারের সঙ্গে স্বাগতিক দর্শকদের অপ্রীতিকর আচরণও সামলাতো হয়েছে তাকে। 

ম্যাচের সময় লিভারপুল দর্শকরা স্লোগান দিচ্ছিলেন সিটি কোচকে কেন্দ্র করে। স্লোগানে বলা হচ্ছিল, ‘সকালেই তুমি চাকরি হারাতে যাচ্ছো’। 

মূলত সাত ম্যাচে ম্যানসিটি ষষ্ঠ হার দেখাতেই পেপ গার্দিওলাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তার পরেও মাঠে প্রতিক্রিয়া দেখিয়েছেন সিটি কোচ। আঙুলের ইশারায় দর্শকদের দেখিয়েছেন ৬ নম্বর। যার মানে প্রিমিয়ার লিগে গত ৭ মৌসুমে ৬টি শিরোপা জেতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে দু’বার শিরোপা জিতেছে লিভারপুলকে বঞ্চিত করে। 

সম্প্রতি সিটির বাজে অবস্থার জন্যই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন গার্দিওলা। তবে ৫৩ বছর বয়সী এটা নিশ্চিত করেছেন, ফল ভালো না হলে বেশিদিন থাকবেন না তিনি। ম্যাচের পর সেই স্লোগানের প্রসঙ্গ উঠে এলে গার্দিওলা বলেছেন, ‘স্টেডিয়ামের সবাই এখন আমাকে বরখাস্ত করতে চায়। যেটার শুরু হয়েছে ব্রাইটনে (সেই ম্যাচে ২-১ গোলে হেরেছে সিটি)। হয়তো তারা ঠিক, কারণ ফলই বাজে আসছে।’

তবে অ্যানফিল্ড দর্শকদের এমন আচরণ মোটেও আশা করেননি সিটি কোচ। তিনি বলেছেন, ‘অ্যানফিল্ডে এটা মোটেও আশা করিনি। লিভারপুলের দর্শকদের কাছে তো আরও নয়। তার পরেও ঠিক আছে, এটা ম্যাচের অংশ মনে করছি। ব্যাপারটাও অনুধাবন করছি। ওদের সঙ্গে অবিশ্বাস্য সব ম্যাচ লড়েছি। তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে।’

এই হারে গার্দিওলার দুর্দশার রেকর্ড অব্যাহত থেকেছে। তার অধীনে ১০ অ্যাওয়ে ম্যাচের ৬টিতে হার দেখেছে সিটি।   

/এফআইআর/
সম্পর্কিত
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা