ফেডারেশন কাপ ফুটবলে ‘এ’ গ্রুপ থেকে কোয়ালিফায়ারের পথে অনেক দূর এগিয়ে গেছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। রোমাঞ্চকর এক ম্যাচে কিংস ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। অন্য ম্যাচে, ফর্টিস এফসি অনায়াসে ৩-০ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।
গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র নিয়ে ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দুটিতে জয় ও একটিতে হার নিয়ে কিংস ৬ পয়েন্ট পেয়েছে। তারা আছে দ্বিতীয় স্থানে।
কিংস অ্যারেনাতে ১১ মিনিটে তিন গোল হলে জমে উঠে ম্যাচ। ৬ মিনিটে প্রথম এগিয়ে যায় কিংস। মিগেলের কর্নারে তপু বর্মণের ফ্লিক জড়িয়ে যায় জালে। পরের মিনিটে সমতায় ফেরে পুলিশ এফসি। ইসা ফয়সালের বাঁ প্রান্তের নিচু ক্রসে পেছন থেকে দৌড়ে এসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে আল আমিন নিঁখুত প্লেসিং শটে দলকে ম্যাচে ফেরান। ১১ মিনিটে বক্সের ভেতরে মজিবর রহমান জনি এক ঝটকায় টার্ন নিয়ে দুজনের ফাঁক দিয়ে পাস দিলে ফেরনান্দেজের পা হয়ে পাশে থাকা মিগেলের কাছে গেলে তিনি জাল কাঁপাতে ভুল করেননি। বিরতির পর আরও দুগোল হয়েছে।
৫২ মিনিটে মিগেলের পাসে পোস্টের একদম সামনে থেকে ফাঁকায় থাকা ফেরনান্দেজ শুধু বলের গতি পরিবর্তন করে দেন। দুই মিনিট পর আল আমিনের গোলে পুলিশ আবারও ব্যবধান কমিয়েছে। কাজেম শাহের ডিফেন্স চেরা পাস থেকে পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার শ্রাবনকে কাটিয়ে দুরূহ কোণ থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-২ করেন পুলিশের ফরোয়ার্ড।
বাকিসময় চেষ্টা করেও পুলিশের খেলোয়াড়রা হার এড়াতে পারেনি। তাতে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো তিতার দল।
এদিকে, কুমিল্লাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসির সামনে দাঁড়াতে পারেনি ওয়ান্ডারার্স। প্রথমার্ধে ফর্টিস ১-০ গোলে এগিয়ে ছিল। শেষ দিকে পিয়াস আহমেদ নোভার তৃতীয় গোলের আগে নবাগত জয় কুমার করেন দুটি গোল।