দুই গোলে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগে হার দেখেছে ম্যানচেস্টার সিটি। প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) কাছে হেরেছে ৪-২ গোলে। এমন হারের পর এখন ছিটকে যাওয়ার পথে সিটিজেনরা। আগামী বুধবার ক্লাব ব্রুগার বিপক্ষে জিতলেই কেবল নিশ্চিত হবে প্লে-অফ। সিটি কোচ পেপ গার্দিওলাও সেই শেষ সুযোগের দিকে তাকিয়ে।
শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোনও ফল হলে সিটিকে বিদায় নিতে হবে। গার্দিওলা শেষ সুযোগটি তাই হাতছাড়া করতে চান না, ‘ব্রুগার বিপক্ষে আমাদের শেষ সুযোগ। যদি সেটা না পারি, তাহলে বুঝতে হবে আমরা এর যোগ্য ছিলাম না।’
এই মৌসুমে ৯বারের মতো জয়ের মতো পরিস্থিতিতে ছিল ম্যানসিটি। কিন্তু দুর্ভাগ্য সেখান থেকে পরিস্থিতি অন্য দিকে মোড় নিয়েছে। আর এই হারটি চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে টানা তৃতীয়! অথচ আগের ১২ ম্যাচে একটি হারও ছিল না। গার্দিওলা বলছেন, পিএসজির বিপক্ষে মধ্যমাঠে দাপট দেখাতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে সিটি, ‘ওরা যখন বল পেয়েছে, নিচে নেমেছে। কিন্তু সমস্যা তৈরি করেছি মূলত আমরা। ১-২ স্কোর লাইনের পর আমরা আসলে খেলতে পারিনি। বল নিয়েই আসল খেলাটা খেলতে হবে। এই জায়গায় ওরা ছিল সেরা। বিশেষ করে ফলস নাইনসহ মাঝে ওদের একজন বাড়তি খেলোয়াড় ছিল। এমন হলে খেলাটা কঠিন।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘মাঝে ওদের আরও বাড়তি খেলোয়াড় ছিল এবং আমরা বিল্ডআপে আশা করে থেকেছি। আশা করেছি আরও আগ্রাসন। বিপরীতে ওরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং চাপ সৃষ্টি করতে পেরেছে। তাছাড়া বের্নার্ডো সিলভা ও কোভাচিচের মাঝে সংযোগটা মোটেও সম্ভব হয়নি বা ভালো ছিল না।’