X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

‘বিদায়’ এড়াতে শেষ সুযোগের দিকে তাকিয়ে ম্যানসিটি 

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩০

দুই গোলে এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগে হার দেখেছে ম্যানচেস্টার সিটি। প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) কাছে হেরেছে ৪-২ গোলে। এমন হারের পর এখন ছিটকে যাওয়ার পথে সিটিজেনরা। আগামী বুধবার ক্লাব ব্রুগার বিপক্ষে জিতলেই কেবল নিশ্চিত হবে প্লে-অফ। সিটি কোচ পেপ গার্দিওলাও সেই শেষ সুযোগের দিকে তাকিয়ে।   

শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোনও ফল হলে সিটিকে বিদায় নিতে হবে। গার্দিওলা শেষ সুযোগটি তাই হাতছাড়া করতে চান না, ‘ব্রুগার বিপক্ষে আমাদের শেষ সুযোগ। যদি সেটা না পারি, তাহলে বুঝতে হবে আমরা এর যোগ্য ছিলাম না।’  

এই মৌসুমে ৯বারের মতো জয়ের মতো পরিস্থিতিতে ছিল ম্যানসিটি। কিন্তু দুর্ভাগ্য সেখান থেকে পরিস্থিতি অন্য দিকে মোড় নিয়েছে। আর এই হারটি চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে টানা তৃতীয়! অথচ আগের ১২ ম্যাচে একটি হারও ছিল না। গার্দিওলা বলছেন, পিএসজির বিপক্ষে মধ্যমাঠে দাপট দেখাতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে সিটি, ‘ওরা যখন বল পেয়েছে, নিচে নেমেছে। কিন্তু সমস্যা তৈরি করেছি মূলত আমরা। ১-২ স্কোর লাইনের পর আমরা আসলে খেলতে পারিনি। বল নিয়েই আসল খেলাটা খেলতে হবে। এই জায়গায় ওরা ছিল সেরা। বিশেষ করে ফলস নাইনসহ মাঝে ওদের একজন বাড়তি খেলোয়াড় ছিল। এমন হলে খেলাটা কঠিন।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘মাঝে ওদের আরও বাড়তি খেলোয়াড় ছিল এবং আমরা বিল্ডআপে আশা করে থেকেছি। আশা করেছি আরও আগ্রাসন। বিপরীতে ওরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং চাপ সৃষ্টি করতে পেরেছে। তাছাড়া বের্নার্ডো সিলভা ও কোভাচিচের মাঝে সংযোগটা মোটেও সম্ভব হয়নি বা ভালো ছিল না।’

/এফআইআর/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যে লক্ষ্য নির্ধারণ করেছে বার্সা
পিএসজির বিপক্ষে জাদুকরী মুহূর্তের আশায় আর্সেনাল
ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 
সর্বশেষ খবর
প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫
প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা