X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জার্মান লিগে মাইলফলকের ম্যাচে যে রেকর্ড গড়েছেন কেইন

  স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২

জার্মান বুন্দেস লিগায় রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। তাও আবার সেটা করেছেন মাইলফলকের ম্যাচে। হোলস্টেন কিলের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলতে নামা ইংল্যান্ড অধিনায়ক জোড়া গোল করে লিগের ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রথম ৫০ লিগ ম্যাচে তার মতো সর্বোচ্চ গোল নেই আর কারও। তার জোড়ায় হোলস্টেন কিলকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন। তাতে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯-এ।

দুই অর্ধে হেড করে জাল কাঁপান কেইন। তাতে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়া ইংলিশ তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। লিগের ইতিহাসে প্রথম ৫০ ম্যাচে এত গোল এবারই প্রথম। এই মৌসুমেও আছেন দারুণ ছন্দে। জোড়া গোলে মৌসুমে তার গোল দাঁড়িয়েছে ১৯। 

ম্যাচের ১৯তম মিনিটে আসে বায়ার্নের প্রথম গোল। জাল কাঁপান জামাল মুসিয়ালা। যোগ হওয়া সময়ে ৪৫+৫ মিনিটে কেইন স্কোরশিটে নাম তুলেছেন। বিরতির পর ৪৬ মিনিটে জোড়া গোলেরও দেখা পান তিনি। ৫৪ মিনিটে চতুর্থ গোল করেন সার্জ জনাব্রি। অবশ্য চার গোলের অগ্রগামিতার পর ছন্দ হারিয়ে ফেলেছিল তারা। ২৮ মিনিটের ব্যবধানে গোল হজম করেছে ৩টি। তাতে দ্বিতীয়ার্ধে আশার সঞ্চার করে হোলস্টেইন কিল। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও সাইড লাইনে থেকে শিষ্যদের নড়বড়ে দ্বিতীয়ার্ধের জন্য ক্ষোভ ঝারতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য আর কোনও গোল হতে দেয়নি বায়ার্ন। তাতে তিন পয়েন্ট নিশ্চিত হওয়াতে শিরোপা লড়াইয়ে নিজেদের আরও একটু এগিয়ে নিতে পেরেছে। 

২০ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৫১ পয়েন্ট। তারা দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। 

কেইনের জোড়া গোলের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন বায়ার্ন কোচ, ‘কেইনের মান এক অর্থে অস্বাভাবিক। তবে এটা তার মানসিকতার অংশও। বিশেষ করে যেভাবে শান্ত থাকে এবং গোল না পেলে কতটা কঠোর পরিশ্রমের চেষ্টা করে... যা আসলেই চিত্তাকর্ষক।’

/এফআইআর/   
সম্পর্কিত
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাদ সেধেছে আইনি জটিলতা
অবশেষে খরা ঘুচলো কেইনের, বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ