ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে বুধবার সকালে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা দেশ ছেড়েছেন। যাওয়ার আগে তিন জন ফুটবলারকে রেখে যাচ্ছে দল।
দল থেকে বাদ পড়েছেন- ফরোয়ার্ড আরিফ, পিয়াস আহমেভ নোভা এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। তবে কাবরেরা এখনও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারনেনি। একজন খেলোয়াড় বেশি নিয়ে যাচ্ছেন। শিলং গিয়ে অনুশীলনের পর একজনকে বাদ দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
বাংলাদেশ দল কলকাতা হয়ে এরপর শিলং যাবে। এছাড়া আগেই বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম, সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।