X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এবার সিঙ্গাপুরকে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৯:৫৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২০:২৬

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারানোর পর আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে সিঙ্গাপুর বিধ্বস্ত করেছে কৃষ্ণা, সানজিদা, মারজিয়া, মৌসুমী, মারিয়া ও তহুরা'রা। আজ সোমবার সিঙ্গাপুরকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন কৃষ্ণা রাণী ও অনুচিং মগিনি। একটি গোল করেন মৌসুমী।

এবার সিঙ্গাপুরকে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

খেলার প্রথমার্ধ ছিল 'ওয়ান ওয়ে ট্রাফিক'। বাংলদেশের একের পর এক আক্রমণ করে গেছে। কিন্তু গোল আর হয় না। সানজিদা ডান প্রান্তে, মারজিয়া বাম প্রান্তে। মৌসুমী ও মারিয়া মাণ্ডা মাঝমাঠে। আর কৃষ্ণা রাণী ও স্বপ্না ফরোয়ার্ড লাইনে। বাররার তারা পরাস্ত করেন প্রতিপক্ষ রক্ষণভাগকে। কিন্তু খেই হারিয়ে ফেলেন গোলমুখে।

পায়ের কাজের জন্য সানজিদার সুনাম আছে। সেই ফুটওয়ার্ক দেখা গেল আজ। সাত মিনিটে দ্রুতগতিতে ডানপ্রান্ত দিয়ে ঢুকে তিনি নেন একটি গ্রাউন্ডার। ডিফেন্ডারের গায়ে লেগে বল প্রতিহত হলে ফিরতি বলে প্লেসিং শট নিয়েছিলেন স্বপ্না। বল ক্রসপিসের ওপর দিয়ে বাইরে চলে যায়।

মিডফিল্ডার মৌসুমী ১৮ মিনিটে সানজিদার সঙ্গে ওয়ান-টু করে ভেদ করেন সিঙ্গাপুরের ডিফেন্স। বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া তার জোরালো শটটি সাইড পোস্টে লেগে ফিরে আসে। বলটি পড়েছিল কৃষ্ণার সামনে। নিশ্চিত হয়ে মারতে গিয়ে সময় বেশি নেন তিনি। আর তুলে দেন ক্রসবারের ওপরে। এবার সিঙ্গাপুরকে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা

তারপরও হতাশা গ্রাস করেনি বাংলামেশের মেয়েদের। কারণ সিঙ্গাপুরের আক্রমণভাগ মাঝমাঠই অতিক্রম করতে পারছিল না। ফলে চেষ্টা করতেই থাকে বাংলাদেশের মেয়েরা। অবশেষে তারা গোলের দেখা পায় ৩৯ মিনিটে। আবারও সানজিদার ফুটওয়ার্কে পরাস্ত সিঙ্গাপুর। তিনি ভাসিয়ে দেন মাপা একটি ক্রস। ছোট বক্সের ওপর দাঁড়ানো কৃষ্ণা এবার ভুল করেননি, জোরালো হেডে তিনি বল জড়িয়ে দেন জালে।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই দুই গোলের লিড নেয় বাংলাদেশ। ডানপ্রান্ত উড়ে এসেছিল একটি লং বল। মারজিয়া তা নিয়ে এগিয়ে চলেন। পাশ কাটান তার মার্কারকে। আর ভাসিয়ে দেন বাঁকানো ক্রস। বক্সের মাঝে বল নিয়ন্ত্রণ নেন কৃষ্ণা। ঠাণ্ডা মাথায় পরাস্ত করেন সিঙ্গাপুরের গোলরক্ষক নুর ইজ্জাতিকে। এবার সিঙ্গাপুরকে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা



৮৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। বদলি ফরোয়ার্ড অনুচিং মগিনি করেন গোলটি। আরেক বদলি ফরোয়ার্ড তহুরার মাটি কামড়ানো শট নুর ইজ্জাতির হাত ফসকে গেলে তাতে টোকা দিয়ে গোলটি করেন তিনি। ৮৬ ও ৯০ মিনিটে বাকি দুটি গোল করেন মৌসুমী ও অনুচিং মগিনি। বাংলাদেশের পরবর্তী খেলা কিরগিজস্তানের বিপক্ষে, ৩১ আগস্ট।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক