গত সোমবার নোভাক জোকোভিচের কাছে হেরে প্যারিস অলিম্পিকে ছেলেদের একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন রাফায়েল নাদাল। এবার বিদায় ঘটেছে ছেলেদের দ্বৈত ইভেন্ট থেকেও। কার্লোস আলকারেজ ও রাফায়েল নাদালকে নিয়ে গড়া স্প্যানিশদের স্বপ্নের দলটি কোয়ার্টার ফাইনালে ৬-২, ৬-৪ গেমে যুক্তরাস্ট্রের অস্টিন ক্রাইচেক ও রাজিব রামের কাছে হেরেছে।
নাদাল-আলকারেজ জুটিকে বলা হচ্ছিল নাদালকারেজ। প্যারিসে শুরু থেকেই আলোচনায় ছিল এই জুটি। প্রথম দুটি ম্যাচে দারুণ নৈপুণ্যে দর্শকদের মন ভরেছেন তারা। কিন্তু শেষ আটে এসে আর পারেননি। অথচ রোলাঁ গারোতে অপ্রতিরোধ্য পারফরম্যান্স নাদালকে অমরই করে দিয়েছে। সেখানেই এমন ব্যর্থতায় ভেঙে পড়েন তিনি। নোভাক জোকোভিচের কাছে পরাজয়ের পর ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলেছিলেন। দ্বৈত ইভেন্টে বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে এই স্প্যানিয়ার্ড বলেছেন, ‘হতে পারে (এটাই শেষ)। আমি এখনও জানি না। যদি এটাই শেষ হয় তাহলে সেটা আমার জন্য হবে অবিস্মরণীয় অনুভূতি ও আবেগের।’
এ সময় নাদাল আরও ইঙ্গিত দিয়েছেন, আসন্ন ইউএস ওপেনেও হয়তো খেলবেন না তিনি, ‘আমার কিছু সময় প্রয়োজন। কিন্তু মনে হচ্ছে এটা ভীষণ কঠিন হবে।’