X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাইডেনের জয় আটকাতে ট্রাম্প সমর্থক সিনেটরদের ‘শেষ চেষ্টা’

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় উল্টে দেওয়ার শেষ চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও রিপাবলিকান সিনেটরদের একাংশ। তারা ঘোষণা করেছেন, সিনেট নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করে জো বাইডেনের বিজয়ের আনুষ্ঠানিক প্রত্যয়ন আটকে দেওয়ার চেষ্টা করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়ে।

খবরে বলা হয়েছে, বুধবার তারা এই চেষ্টা করবেন। ওই দিনমার্কিন কংগ্রেসের দুই কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট; একটি যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের ইতোমধ্যে প্রত্যয়ন করা ইলেক্টোরাল কলেজ ভোটগুলো গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

ডেমোক্র্যাট জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি। তাই বেশ বড় ব্যবধানেই বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গেছে। কিন্তু নভেম্বরের সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে রিপাবলিকান টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সিনেটর কিছু অঙ্গরাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করছেন।

যদিও ভোট জালিয়াতির এসব অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালতে তোলা প্রায় সব অভিযোগই বিচারকরা খারিজ করে দিয়েছেন। এই উদ্যোগকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বুধবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন তিনিই।

তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফল উল্টে দেওয়ার এ চেষ্টাও প্রায় সুনিশ্চিতভাবেই ব্যর্থ হবে। তারা বলছেন, বুধবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের ভুমিকা আনুষ্ঠানিকতা পালনের বেশি কিছু নয়।

কিন্তু মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার কিছু মিত্র বুঝিয়েছেন যে, ভাইস প্রেসিডেন্টের হাতে নির্বাচনের ফল উল্টে দেওয়ার ক্ষমতা আছে এবং তিনি চাইলে জো বাইডেনের ইলেক্টোরদের প্রত্যাখ্যান করতে পারেন।

এসব পদক্ষেপ এর মধ্যেই রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ইতোমধ্যে বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি সহযোগীদের আহ্বান জানিয়েছেন যেন তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করেন।

কিন্তু টেড ক্রুজের গোষ্ঠীর সিনেটররা বলছেন, চ্যালেঞ্জ তারা করবেনই। ভোট জালিয়াতির দাবিগুলো তদন্তের জন্য ১০ দিনের এক জরুরি অডিট করার দাবি করবেন তারা।

ট্রাম্প বলছেন, ‘সামনে আরও অনেক কিছু আসছে।’ তিনি তার হাজার হাজার সমর্থককে আহ্বান জানিয়েছেন বুধবার ওয়াশিংটনে সমবেত হতে এবং তার পরাজয়ের বিরুদ্ধে বিক্ষোভ করতে।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি