X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতীয় ভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর: নির্মাতা প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ২০:১০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:৩৭
image

ভারতের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন ৮১ শতাংশ কার্যকর বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ভারত বায়োটেক। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিনটি যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর। তৃতীয় ও চূড়ান্ত ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানানো হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তৃতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয় ভারতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে এই টিকাটি প্রয়োগ হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষার আদলে। যার অর্থ হলো টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দিল্লির ছয়টি কেন্দ্র সরকার পরিচালিত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর ভ্যাকসিনটির প্রয়োগ চলছে।

বুধবার তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ করে ভারত বায়োটেক বলেছে, ‘কোভ্যাক্সিন ৮১ শতাংশ অন্তবর্তী কার্যকারিতা দেখিয়েছে।’

গত বছরের নভেম্বরে শুরু হয় কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের পরীক্ষা। ২৫টি স্থানে ২৫ হাজার আটশ’ স্বেচ্ছাসেবকের ওপর এই পরীক্ষা চালানো হয়। এদের দুই ভাগে ভাগ করে এক ভাগকে টিকা প্রয়োগ করা হয় আর অন্য ভাগকে প্লেকাবো (ভ্যাকসিন নয়, কিন্তু গ্রহীতা তা ভ্যাকসিন হিসেবেই গ্রহণ করেন) দেওয়া হয়। ফলাফলে দেখা গেছে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্তবর্তী বিশ্লেষণে আরও দেখা গেছে, ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রাও খুবই সামান্য। ভারত বায়োটেক বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজির বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টও প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক