X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে এবার অসহযোগ আন্দোলনে অর্ধসহস্রাধিক পুলিশ সদস্য

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৯:৫২আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:৫২

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের চলমান সিভিল ডিজঅবেডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) বা অসহযোগ আন্দোলনের পরিধি ক্রমেই বাড়ছে। বার্মিজ সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, এরইমধ্যে ছয়শ’ পুলিশ সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছে।

৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ শতাধিক এবং শুক্রবার আরও ১০০ পুলিশ সদস্য সিডিএমের সঙ্গে যুক্ত হয়েছেন। ইরাবতী জানিয়েছে, দেশজুড়ে সরকারি বাহিনীর দমনপীড়ন শুরুর পর থেকেই বেসামরিক নাগরিকদের অসহযোগ আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন অনেক পুলিশ সদস্য। ফেব্রুয়ারির শেষদিকে সহিংসতার পর এ সংখ্যা বাড়তে শুরু করে।

নেপিদোর একজন কর্মকর্তা জানিয়েছেন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, ট্যুরিস্ট সিকিউরিটি পুলিশ, সিকিউরিটি পুলিশ এবং প্রশিক্ষণ ডিপোর অনেক কর্মকর্তা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।

সারাদেশেই এমন ঘটনা ঘটলেও একমাত্র ব্যতিক্রম রাখাইন রাজ্য। সেখানে পুলিশের কোনও সদস্যকে অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। এ রাখাইন রাজ্যেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছিল সেনাবাহিনী।

নেপিদোর ওই কর্মকর্তা বলেন, স্পেশাল ব্রাঞ্চের মেজর টিন মিন তুনের সিডিএমে অংশগ্রহণ পুলিশের ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। সিডিএমে যোগদান ছাড়াও এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় চেয়েছে ১৯ পুলিশ সদস্য।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা