X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মিয়ানমারে এবার অসহযোগ আন্দোলনে অর্ধসহস্রাধিক পুলিশ সদস্য

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৯:৫২আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:৫২

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের চলমান সিভিল ডিজঅবেডিয়েন্স মুভমেন্ট (সিডিএম) বা অসহযোগ আন্দোলনের পরিধি ক্রমেই বাড়ছে। বার্মিজ সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, এরইমধ্যে ছয়শ’ পুলিশ সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছে।

৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ শতাধিক এবং শুক্রবার আরও ১০০ পুলিশ সদস্য সিডিএমের সঙ্গে যুক্ত হয়েছেন। ইরাবতী জানিয়েছে, দেশজুড়ে সরকারি বাহিনীর দমনপীড়ন শুরুর পর থেকেই বেসামরিক নাগরিকদের অসহযোগ আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন অনেক পুলিশ সদস্য। ফেব্রুয়ারির শেষদিকে সহিংসতার পর এ সংখ্যা বাড়তে শুরু করে।

নেপিদোর একজন কর্মকর্তা জানিয়েছেন, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, ট্যুরিস্ট সিকিউরিটি পুলিশ, সিকিউরিটি পুলিশ এবং প্রশিক্ষণ ডিপোর অনেক কর্মকর্তা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।

সারাদেশেই এমন ঘটনা ঘটলেও একমাত্র ব্যতিক্রম রাখাইন রাজ্য। সেখানে পুলিশের কোনও সদস্যকে অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। এ রাখাইন রাজ্যেই রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছিল সেনাবাহিনী।

নেপিদোর ওই কর্মকর্তা বলেন, স্পেশাল ব্রাঞ্চের মেজর টিন মিন তুনের সিডিএমে অংশগ্রহণ পুলিশের ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। সিডিএমে যোগদান ছাড়াও এরইমধ্যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় চেয়েছে ১৯ পুলিশ সদস্য।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন