X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অভিবাসন ইস্যুতে মন্তব্যের জেরে নিজ দেশে সমালোচনার শিকার কমলা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ১২:০৮আপডেট : ০৯ জুন ২০২১, ১২:০৮

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে প্রবেশ না করতে সতর্কতামূলক বার্তা দেওয়ার পর নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সম্প্রতি গুয়েতেলামা থেকে অনিবন্ধিত অভিবাসীদের সীমান্ত দিয়ে প্রবেশ না করার আহ্বান জানান কমলা। তার এই মন্তব্যকে হতাশাজনক উল্লেখ করেছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরাও।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত সোমবার প্রথম বিদেশ সফরে গুয়েতেমালায় যান কমলা হ্যারিস। সেখানে প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। তিনি বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

তার অভিবাসনবিরোধী বক্তব্যের জেরে ইতোমধ্যে সমালোচনা উঠেছে নানা মহলে। এক টুইট বার্তায় কমালার এই মন্তব্যে হতাশাজনক আখ্যা দিয়েছেন কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও। তিনি জানান, প্রথমত মার্কিন সীমান্ত দিয়ে প্রবেশের পর আশ্রয় চাওয়া শতভাগ আইনি পদ্ধতি। আইনসম্মতভাবেই অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার রাখেন।

লাতিন আমেরিকার অলাভজনক শরণার্থী ইন্টারন্যাশনালের উকিল রেচেল শ্মিটটেক বলেন, 'গুয়েতেমালাসহ প্বার্শবর্তী গরিব দেশগুলোর বাস্তুচ্যুতদের সহায়তার জন্য আদর্শ নীতিমালা করা উচিত। এ বিষয়ে নজর দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অভিবাসন নিয়ে কাজ করা একজন আইনজীবী জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া আইনসম্মত। আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অবৈধ এবং বিপজ্জনক। তাদের ফিরিয়ে দেওয়া মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।'

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে, শুধু এপ্রিল মাসেই এক লাখ ৭৮ হাজার অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত পৌঁছেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে প্রচুর অর্থ ব্যয় করে দেয়াল নির্মাণের কাজ শুরু করে তার প্রশাসন। তবে বাইডেন প্রশাসন আসার পর অভিবাসন নিয়ে কঠোরতা কিছুটা শিথিল হয়। এর মধ্যেই অভিবাসন বিষয়ে বেশ কঠোর মনোভাব প্রকশ করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

দারিদ্য ও বেকারত্বের কারণে উন্নত জীবনের আশায় গুয়েতেমালা, হন্ডুরাসসহ আশপাশের দেশগুলো থেকে প্রতিবছর বহু মানুষ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত জড়ো হন। তাদের একটাই আশা যে কোনও মূল্যে মার্কিন মূলকে প্রবেশ করা।

/এলকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক