X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘ধর্ষণ বৃদ্ধির জন্য মেয়েদের মোবাইল ফোন ব্যবহার দায়ী’

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৬:৫৫আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৫৫

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নারী কমিশনের এক সদস্য মীনা কুমারী বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত না। কারণ এর ফলে মেয়েদের ধর্ষণের পথে পরিচালিত করে। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মোবাইল থেকে মেয়েদের দূরে রাখতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বুধবার আলিগড়ে নারীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মীনা কুমারি বলেন, মেয়েরা ফোনে কথা বলে এবং পরে ছেলেদের সঙ্গে পালিয়ে যায়। অভিভাবক বিশেষ করে মায়েদের উচিত নিজের মেয়েদের ওপর নজরা রাখা। কারণ নারীর বিরুদ্ধে অপরাধ মায়েদের ‘অসতর্কতার’ ফল।

অবশ্য রাজ্যের নারী কমিশন মীনা কুমারির বক্তব্যের সঙ্গে একমত নয়। কমিশনের ভাইস-চেয়ারপারসন অঞ্জু চৌধুরী বলেন, কুমারির বক্তব্য ভুল। যৌন সহিংসতার সমাধান মোবাইল ফোন দূরে রাখা নয়। মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলার বদলে আমাদের অপরিচিতদের সঙ্গে চ্যাট না করতে এবং নিরাপদে তা ব্যবহারের শিক্ষা দিতে হবে।

এই বক্তব্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানতে চাওয়া হলে মীনা কুমারি জানান, তিনি বুঝাতে চেয়েছেন গ্রামের অপ্রাপ্ত বয়স্ক ও মেয়েরা সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করা জানে না। তার কথায়, তারা ফোন ব্যবহার করে ছেলেবন্ধু বানানোর জন্য এবং পরে তাদের সঙ্গে পালিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অনুপযুক্ত কনটেন্ট দেখার কাজে মোবাইল ফোন ব্যবহার করা হয়।

ধর্ষণের সঙ্গে মোবাইল ফোন কীভাবে সম্পৃক্ত তা আবারও জানতে চাইলে মীনা কুমারী বলেন, আমি প্রতিদিন অন্তত ২০জন নারীর দুঃখের কথা শুনি। এর মধ্যে অন্তত ৫ থেকে ৭টি ঘটনা মোবাইল ফোনে বন্ধুত্ব এবং পরবর্তী সময়ের প্রভাব সংশ্লিষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় ফাঁদে ফেলে এবং পরে তারা যৌন হামলার শিকার হয়।

ভারতে এর আগে বিভিন্ন সময় ধর্ষণের জন্য চৌমিন থেকে জিন্সকে দায়ী করা হয়েছে। জানুয়ারিতে, নারীবিষয়ক জাতীয় কমিশনের সদস্য চন্দ্রমুখী দেবি বিতর্কের মুখে পড়েছিলেন। ৫০ বছর বয়স্ক এক নারীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনি বলেছিলেন, ওই নারী সন্ধ্যায় একা বের না হলে এই ঘটনা এড়ানো যেত। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি এই বক্তব্য প্রত্যাহার করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক