X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ধর্ষণ বৃদ্ধির জন্য মেয়েদের মোবাইল ফোন ব্যবহার দায়ী’

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৬:৫৫আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৫৫

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নারী কমিশনের এক সদস্য মীনা কুমারী বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত না। কারণ এর ফলে মেয়েদের ধর্ষণের পথে পরিচালিত করে। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মোবাইল থেকে মেয়েদের দূরে রাখতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বুধবার আলিগড়ে নারীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মীনা কুমারি বলেন, মেয়েরা ফোনে কথা বলে এবং পরে ছেলেদের সঙ্গে পালিয়ে যায়। অভিভাবক বিশেষ করে মায়েদের উচিত নিজের মেয়েদের ওপর নজরা রাখা। কারণ নারীর বিরুদ্ধে অপরাধ মায়েদের ‘অসতর্কতার’ ফল।

অবশ্য রাজ্যের নারী কমিশন মীনা কুমারির বক্তব্যের সঙ্গে একমত নয়। কমিশনের ভাইস-চেয়ারপারসন অঞ্জু চৌধুরী বলেন, কুমারির বক্তব্য ভুল। যৌন সহিংসতার সমাধান মোবাইল ফোন দূরে রাখা নয়। মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলার বদলে আমাদের অপরিচিতদের সঙ্গে চ্যাট না করতে এবং নিরাপদে তা ব্যবহারের শিক্ষা দিতে হবে।

এই বক্তব্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানতে চাওয়া হলে মীনা কুমারি জানান, তিনি বুঝাতে চেয়েছেন গ্রামের অপ্রাপ্ত বয়স্ক ও মেয়েরা সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করা জানে না। তার কথায়, তারা ফোন ব্যবহার করে ছেলেবন্ধু বানানোর জন্য এবং পরে তাদের সঙ্গে পালিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অনুপযুক্ত কনটেন্ট দেখার কাজে মোবাইল ফোন ব্যবহার করা হয়।

ধর্ষণের সঙ্গে মোবাইল ফোন কীভাবে সম্পৃক্ত তা আবারও জানতে চাইলে মীনা কুমারী বলেন, আমি প্রতিদিন অন্তত ২০জন নারীর দুঃখের কথা শুনি। এর মধ্যে অন্তত ৫ থেকে ৭টি ঘটনা মোবাইল ফোনে বন্ধুত্ব এবং পরবর্তী সময়ের প্রভাব সংশ্লিষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় ফাঁদে ফেলে এবং পরে তারা যৌন হামলার শিকার হয়।

ভারতে এর আগে বিভিন্ন সময় ধর্ষণের জন্য চৌমিন থেকে জিন্সকে দায়ী করা হয়েছে। জানুয়ারিতে, নারীবিষয়ক জাতীয় কমিশনের সদস্য চন্দ্রমুখী দেবি বিতর্কের মুখে পড়েছিলেন। ৫০ বছর বয়স্ক এক নারীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনি বলেছিলেন, ওই নারী সন্ধ্যায় একা বের না হলে এই ঘটনা এড়ানো যেত। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি এই বক্তব্য প্রত্যাহার করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া