X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভাসানচরে ডায়রিয়ায় তিন শিশুসহ ৫ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৩:৪২আপডেট : ১৭ জুন ২০২১, ১৩:৪২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গত ১৫ দিনে প্রায় এক হাজার ৬০০ নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬০০ রোগীকে হাসপাতালে এবং এক হাজার রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলো ৫৬ নম্বর ক্লাস্টারের বাসিন্দা জানে আলমের ছেলে জিসান (২), ১০ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মো. সিরাজের মেয়ে জয়নব (১), ৫৫ নম্বর ক্লাস্টারের আবদুর রহিমের মেয়ে উম্মে হাবিবা (৩ মাস), ৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সাহেদ আমিন (৪০) ও তাসমিন তারা (২০)।

ভাসানচর ২০ শয্যার হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তানভীর আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০ শয্যার হাসপাতালে সব সময় ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি থাকে। শয্যার অভাবে হাসপাতালের মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত ১৫ দিনে প্রায় এক হাজার ৬০০ জন রোগীকে হাসপাতাল ও বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। সব মিলিয়ে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

তিনি আরও বলেন, হঠাৎ করে ভাসানচরে ডায়রিয়ায় প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে অন্য রোগী ভর্তি না করে শুধু ডায়রিয়া রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুতে স্যালাইন ও অন্যান্য ওষুধের কিছুটা সংকট থাকলেও, এখন নেই। পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গা ভাসানচর ক্যাম্পে রয়েছে। তাদের চিকিৎসা সেবায় রয়েছে ২০ শয্যার একটি হাসপাতাল। পাশাপাশি ২০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এতে আন্তঃ ও বহির্বিভাগের মাধ্যমে রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসা সেবা দিতে দুই জন মেডিক্যাল অফিসার, দুই জন উপসহকারী কমিউনিটি অফিসার, দুই জন স্টাফ নার্স, একজন মিডওয়াইফ, দুই জন ওয়ার্ডবয় ও দুই জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাঁচটি এনজিওর কর্মীরা কাজ করছেন। ভাসানচর থেকে গুরুতর কোনও রোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠাতে হাতিয়ার জনতা বাজারে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, তীব্র গরমের পর বৃষ্টি এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা জ্ঞানের অভাব রয়েছে। এছাড়া সঠিক পদ্ধতিতে খাবার স্যালাইন তৈরি করতে না পারা, খাওয়ার আগে ও মল ত্যাগের পরে সাবান দিয়ে হাত পরিষ্কার না করার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আশঙ্কাজনক হারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। ডায়রিয়া প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করছেন। এছাড়া, সঠিক পদ্ধতিতে খাবার স্যালাইন তৈরি ও স্বাস্থ্য সচেতনতা জ্ঞান বৃদ্ধির জন্য ক্লাস্টার ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। আশাকরি শিগগিরই ভাসানচরের ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হবে।

/টিটি/
সম্পর্কিত
৮০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া
রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭ জন চমেক হাসপাতালে, এক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী