X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঢাকাকে ছাড়িয়ে খুলনায় একদিনে রেকর্ড শনাক্ত

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১৮:৫২আপডেট : ১৮ জুন ২০২১, ২০:০৪
image

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩ জন। এটা এ বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দৈনিক আক্রান্তের হিসাবে আজ ঢাকাকেও ছাড়িয়ে গেছে খুলনা।

এর আগে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল ১৬ জুন (বুধবার)। সেদিন ৮১৮ জনর দেহে করোনা ধরা পড়ে। তবে এই প্রথমবারের মতো বিভাগটিতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার (১৮ জুন) দুপুরে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ভাইরাসটিতে আক্রান্ত ৮ রোগীর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় খুলনায় ২, যশোরে ২, নড়াইলে ২, মেহেরপুরে ১ ও সাতক্ষীরায় ১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়; গত বছরের ১৯ মার্চ। এ পর্যন্ত এ বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৬৪৪ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫ জনে। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৪৪ জন। এ বিভাগের মোট আক্রান্ত থেকে সুস্থ ও মৃতদের বাদ দিলে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৯২৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৬, মোট ১২ হাজার ৪৪৯, মৃত্যু ২০৩ এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৯৪ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ৮৯, মোট ২ হাজার ৪৭৯, মৃত্যু ৬৩ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৫, মোট ২ হাজার ৭৯৬ জন, মৃত্যু ৫৬ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭২ জন। যশোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯১, মোট ৯ হাজার ২৪৪, মৃত্যু ১০১ এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪১ জন। নড়াইলে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৬, মোট ২ হাজার ২১০, মৃত্যু ৩০ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১০, মোট ১ হাজার ৩৭৫, মৃত্যু ২৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪, মোট ৩ হাজার ৩৮২, মৃত্যু ৬১ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৬, মোট ৬ হাজার ৬২, মৃত্যু ১৪০ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৫৭ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯, মোট শনাক্ত ২ হাজার ৪৪৭, মৃত্যু ৬৬ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩১ জন। মেহেরপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩, মোট ১ হাজার ৩০০, মৃত্যু ৩১ এবং সুস্থ হয়েছেন ৯৪৮ জন।

উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৪ রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা বিভাগেরই ৮ জন রয়েছে। একই সময়ে সারাদেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। এরমধ্যে খুলনার এক হাজার ৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তির বিভাগীয় শনাক্তের হিসাবে দেখা যায়, এক হাজার ৩৩ শনাক্ত নিয়ে আজ সবার উপরে অবস্থান করছে খুলনা। ৯৪৫ শনাক্ত নিয়ে এরপরেই রয়েছে ঢাকা বিভাগ। এছাড়া ময়মনসিংহে ১২৪, চট্টগ্রামে ৪৫২, রাজশাহীতে ৮১২, রংপুরে ৩৮১, বরিশালে ৪৮ এবং সিলেটে ৮২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আরও ১৩ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক