X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এই সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা: হোয়াইট হাউজ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ১৮:০৬আপডেট : ২৯ জুন ২০২১, ২১:০৯
image

বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, এই সপ্তাহের মধ্যে টিকা সরবরাহ সম্পন্ন হবে।

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় সোমবার থেকে জোরালো লকডাউন শুরু করেছে বাংলাদেশ। মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে অফিস এবং যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। আর রাস্তায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় ছয় হাজার মানুষের সংক্রমণ শনাক্ত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সীমান্তবর্তী জেলাগুলোতেই সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে খারাপ। খুলনা ও রাজশাহীর মতো শহরগুলোর হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, বাংলাদেশে প্রতি সপ্তাহে সংক্রমণ বাড়ছে প্রায় ৫৫ শতাংশ। আর সে কারণেই যুক্তরাষ্ট্রের আর্জেন্ট তালিকায় স্থান পেয়েছে দেশটি। করোনা মোকাবিলাকে যুদ্ধ ঘোষণা করে টিকাকে এই যুদ্ধের অস্ত্র ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা মহামারির সময়ে কম উন্নত অঞ্চলে নিজেদের উৎপাদিত টিকা পাঠিয়ে শূন্য স্থান পূরণে মরিয়া হয়ে ওঠে চীন ও রাশিয়া। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা টিকা কূটনীতির প্রতিযোগিতায় নামেননি। অন্য অনেক দেশের মতো বাংলাদেশও টিকা পেতে মরিয়া হয়ে ওঠে। গত মে মাসে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, তারা চীনের সিনোফার্ম থেকে ৫ কোটি ডোজ টিকা কিনতে চান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, রাশিয়ার কাছ থেকে ৫ কোটি ডোজ স্পুটনিক টিকা কিনতে চান তারা।

তবে বাংলাদেশে টিকা পাঠানো নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা কোনও সুবিধা পেতে কিংবা ছাড় বের করে নিতে এসব টিকা দিচ্ছি না। আমাদের টিকার সঙ্গে কোনও শর্ত নেই। আমাদের এটা করার একমাত্র উদ্দেশ্য হলো জীবন রক্ষা করা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দুই শত কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং ৯২টি দরিদ্র দেশের জন্য ৫০ কোটি ডোজ ফাইজার-বায়োএনটেক টিকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা