X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টিকার এসএমএসের অপেক্ষায় খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ২০:২৯আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:২৯

এসএমএস এলেই করোনাভাইরাস প্রতিরোধক টিকা নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৪ জুলাই) রাত আটটা পর্যন্তও এসএমএস আসেনি। এসএমএস এলে নির্দিষ্ট কেন্দ্রে টিকা নিতে যাবেন খালেদা জিয়া। তার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা নিবন্ধনের পর এসএমএসের আশা করছি। আশা করি দ্রুতই মেসেজ চলে আসবে। এরপর ম্যাডামকে নিয়ে আমরা টিকা নিতে যাবো।’

এর আগে, গত ৮ জুলাই করোনার টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন খালেদা জিয়া। তিনি মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করবেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, টিকা গ্রহণের মেসেজ পাওয়ার পরই দিনক্ষণ গণমাধ্যমকে জানাবে বিএনপি।

গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন  রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ’র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের শারীরিক কন্ডিশন অনেকটাই হাসপাতাল থেকে যেরকম এসেছিলেন, তেমনই। তার পুরনো অসুস্থতাগুলো রয়েছে। আথ্রাইটিজসহ আগের অসুস্থতাগুলোর চিকিৎসা চলছে।’

আরও পড়ুন: টিকা নেবেন খালেদা জিয়া

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়