X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কাতারে তালেবানের সঙ্গে বৈঠক আফগান সরকারের

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২১, ২২:৪০আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:৩৪

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসেছে আফগান সরকারের প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া দুই দিনের এ শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন উভয় পক্ষের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

আলোচনা শুরুর একদিন আগে শুক্রবার দোহায় পৌঁছান আফগান সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। বৈঠকে আফগান সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির রাজনৈতিক উপ-প্রধান মোল্লা বারাদার।

আফগান সরকারের প্রতিনিধি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ফরেদুন কাওয়াজুন। আল জাজিরাকে তিনি বলেন, দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে কথা বলবেন আবদুল্লাহ আবদুল্লাহ।

ফরেদুন কাওয়াজুন বলেন, আফগান সংকটের সমাধান আলোচনার মধ্যেই নিহিত রয়েছে। এর মধ্য দিয়েই দেশে শান্তি ফিরতে পারে।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, তার দল বরাবরই আলোচনার জন্য প্রস্তুত। কেবল এর মাধ্যমেই বিদ্যমান সংকটের উত্তরণ ঘটানো সম্ভব। তবে তালেবানের পাশাপাশি সরকারকেও তার সদিচ্ছা দেখাতে হবে। সংকট উত্তরণে তাদেরও আন্তরিক দৃঢ়তা প্রদর্শন করা দরকার।

দোহা থেকে আল জাজিরার ওসামা বিন জাভাইদ বলেন, উভয় পক্ষই বলছে যে সংলাপই একমাত্র এগিয়ে যাওয়ার পথ। কেবল আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও বাস্তবে তারা খুবই আলাদা ভাষায় কথা বলছে।

তিনি বলেন, আলোচনায় দৃশ্যত কোনও অগ্রগতি নেই। আফগান সরকার জোর দিয়ে বলছে যে সত্যিকারের কোনও সংলাপ হওয়ার আগে যুদ্ধবিরতি হওয়া দরকার। অন্যদিকে তালেবান শরিয়া আইনের ওপর জোর দিয়েছে। তারা এমন একটি সরকার চায় যেটি হবে বিস্তৃত এবং যেখানে আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণ থাকবে।

এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডামাডোলে একের পর এলাকার দখল নিচ্ছে তালেবান। গত ৯ জুলাই দলটি জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। এরইমধ্যে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। পুরো দেশেই একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনা সদস্যরা। শুধু তাই নয়, অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। গত ৫ জুলাই সোমবার একদিনেই পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে সহস্রাধিক আফগান সেনা। সূত্র: আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক