ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় পাঁচ জন ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আমজাদ আলী (৪২), আব্দুর রব (৭২), খোদেজা আক্তার (৬০), তারাকান্দার খাদিজা বেগম (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল আমিন(৮০)।
করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নিলিমা বিম্বাস (৬২), ফিরোজা আক্তার (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), ফিরোজা খাতুন (৬২), সেতু জামান (৫৮), হালুয়াঘাটের আলতাফ আলী (৬৪) ও জামালপুরের মেলান্দহের আক্কাস আলী (৭৪)।
এর আগে গত সোমবার (২৬ জুলাই) ময়মনসিংহ মেডিক্যালে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর পরবর্তী ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৪৫ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৭। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।