রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনে গাড়ির একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি গ্যারেজে আগুনের খবর পেয়েছি রাত সাড়ে ১২টার দিকে। আমাদের ১০টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় মধ্যরাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।