X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হামলা ও সংঘর্ষের ঘটনায় যা বললেন ইউএনও 

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ০৯:৪৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৯:৪৫

রাতের আঁধারে সরকারি বাসভবনে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীদের দায়ী করেছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান। সংঘর্ষের ঘটনায় ওসি ও দুই পুলিশ সদস্য এবং প্যানেল মেয়রসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘট্নায় কিছু সময়ের জন্য বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর থানা কাউন্সিল এলাকা অবরোধ করলে দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২৩ জনকে শের-ই বাংলা মেডিক্যাল এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আহক শ্রমিক লীগ কর্মী নাসির আলমসহ পুলিশের দুই সদস্যকে ভর্তি করা হয় জেলা পুলিশ হাসপাতালে। কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলামের বুকেও স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি।

ইউএনওর বাসভবনে হামলা, ওসি-প্যানেল মেয়রসহ গুলিবিদ্ধ ৭

ইউএনও মুনিবুর রহমান অভিযোগ করেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীর ছবি সংবলিত শোকদিবসের ব্যানার অপসারণ করতে বুধবার রাতে বিসিসি থেকে লোক আসে। তাদের সকালে আসার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে ৬০ থেকে ৭০ জনের একটি দল আমার সরকারি বাসভবনে দিকে আসতে থাকে। ঘটনাটি আনসার সদস্যরা আমাকে জানান। আমি বাসার দোতলা থেকে নিচে নামি। এসময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আমার বাসায় প্রবেশ করেন। তার সঙ্গে আরও বেশকিছু লোক প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমার বাসায় অবস্থান করা করোনায় আক্রান্ত অসুস্থ বাবা-মাকে নিয়েও তারা গালাগাল করতে থাকেন।

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে তারা আমাকে ঘিরে ফেলেন, এসময় আমি আনসার সদস্যদের সাহায্য চাই। আনসার সদস্যরা গুলি ছুড়লে তারা দৌড়ে পালিয়ে যায়। আমি মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাবুকে আটকে আনসার সদস্যদের হাতে সোপর্দ করি। তারা যাওয়ার আগে বাসার প্রধান গেট ভাঙচুর করেন। খবর পেয়ে আমার কর্মকর্তারা ছুটে এসে আমাকে রক্ষা করেন। ওই ঘ্টনার পরও গ্রুপে ভারী হয়ে ফের আমার বাসায় হামলা চালানো হয়। এসময় পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।’  

ইউএনও মুনিবুর রহমান দাবি করেন, ‘আমি শোক দিবসের ব্যানার অপসারণে কেন সকালে আসতে বলেছি, এটাই আমার অপরাধ।’

যে ঘটনায় ইউএনও'র বাসভবনে হামলা

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, কী ঘটেছে, আর কী কারণে এ হামলা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও বিনয়ের সঙ্গে বলেছেন বৃহস্পতিবার সকালে এসে ব্যানার খুলতে, এরপরও তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সরকারের আদেশ নির্দেশ মানাই আমাদের কাজ। এমন কী ঘটেছিল যে কারণে ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালাতে হবে। বিষয়টি আমাদের জানাতে পারতো, যা হয়েছে তা খুবই দুঃখজনক।

এদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর। এর জের ধরে বুধবার রাতে প্রতিমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন অপসারণ করতে গেলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

/টিটি/
সম্পর্কিত
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ক্রিমিয়ায় ইউক্রেনের ছোড়া ১০টি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসে দাবি রাশিয়ার
জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি ট্যাংক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি