X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আসা ৪০ অ্যাম্বুলেন্স ঢাকার পথে

বেনাপোল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ২২:০১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২২:০১

ভারত সরকারের দেওয়া উপহারের ৪০টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (২৮ আগস্ট) বিকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশে সফরকালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৪০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে প্রবেশ করে।

এর আগে, ভারত সরকারের দেওয়া উপহারের প্রথম একটি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছায় চলতি বছরের ২১ মার্চ। এরপর ৭ আগস্ট ৩০ ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১টি অ্যাম্বুলেন্স। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে আসবে বলে জানান ঢাকার ভারতীয় হাইকমিশন।

বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিনটেনডেন্ট স্বপন কুমার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে বৃহস্পতিবার সকালে প্রবেশ করে। শনিবার সকালে ঢাকার উত্তরা মোটরস নামের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর থেকে ছাড়ের জন্য বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। কাস্টমসের সব কাজ সম্পন্নের পর বিকালে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে আসা ৪০টি অ্যাম্বুলেন্সের চালান কাস্টমসের সব কিছু সম্পন্ন করে ঢাকার দিকে যাচ্ছে।

এদিকে ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এ অ্যাম্বুলেন্সগুলো করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থনের জন্য দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
কেন কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির বিজেপি?
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র