X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জবি’তে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিমালা অনুমোদন

জবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ২১:৩০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২১:৩০

অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিমালা অনুমোদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবে বিশ্ববিদ্যালয়টি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে তখন অনলাইনে হবে পরীক্ষা।

অনলাইন পরীক্ষা সংক্রান্ত নীতিমালাটি আগামী ৬ সেপ্টেম্বর সিন্ডিকেট বৈঠকে অনুমোদন দেওয়া হবে। নীতিমালায় অর্ধেক কমানো হয়েছে পরীক্ষার নম্বর। চার সপ্তাহ আগে জানানো হবে পরীক্ষার তারিখ।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, সভায় উপস্থিত থাকা একাধিক ডিন ও বিভাগীয় প্রধান।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, ‘আজ অনলাইনে পরীক্ষার নীতিমালাটা পাস করা হলো, এটা আবার সিন্ডিকেটে তোলা হবে। সরকার যেহেতু একটা ডেডলাইন দিয়েছে অক্টোবর পর্যন্ত, আমরা অপেক্ষা করবো। না হলে অনলাইনে পরীক্ষা নিয়ে নেবো। তবে প্রয়োজনে বিশেষ কাউন্সিল আয়োজন করে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া যাবে।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘অনলাইন পরীক্ষার নীতিমালা সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেটে তা পাস হবে। আমরা অফলাইন, অনলাইন দুইভাবেই পরীক্ষা নেওয়ার পক্ষে। অক্টোবরের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা আভাস দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হলে আমরা অফলাইনেই পরীক্ষা নেবো। অফলাইনে নেওয়া না গেলে আমরা নীতিমালা চূড়ান্ত করছি, সেই অনুসারে অনলাইনে হবে এবং যেভাবেই পরীক্ষা হোক চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাব্য তারিখ বা পরীক্ষার তারিখ সম্পর্কে কোনও সিদ্ধান্ত হয়নি, তাই সেটা এখনই বলতে পারছি না।’

মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, ‘পরীক্ষার তারিখ ঘোষণার কোনও সিদ্ধান্ত আজ হয়নি। জরুরি কাউন্সিল করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।’

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তৌহিদুল হাসান বলেন, ‘অনলাইন পরীক্ষা নেওয়ার পদ্ধতি ঠিক করার জন্য একটা কমিটি করেছিল বিশ্ববিদ্যালয়। তাদের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে এবং অনুমোদন হয়েছে। কোভিড যদি না কমে, নীতিমালা পাস হয়ে থাকলো, প্রয়োজনে আমরা অনলাইনে পরীক্ষা নিয়ে নেবো।’

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘অনলাইন পরীক্ষার নীতিমালাটি অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন পেয়েছে। এরপর এটি আগামী সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হবে। অনলাইনে পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে, পরে তা কনভার্ট করে দেওয়া হবে। আমাদের ছাত্ররাও এতটা প্রশিক্ষণপ্রাপ্ত না। এ জন্য সময় কম করে সেইভাবে পরীক্ষা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত দেখে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নেবো। সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা খুলতে পারবো না। নীতিমালা সিন্ডিকেটে পাস হলে আমরা দেখবো সরাসরি নেওয়া যায় কিনা। সরাসরি নেওয়া গেলে আমরা সশরীরেই পরীক্ষা নেবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
মুরাদনগরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জবিতে জুলাই ঘোষণাপত্র ও শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা
জবিতে শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কাজ করবে ছাত্র সংসদ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক