X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির স্থায়ী কমিটির ‘হঠাৎ’ বৈঠক

সালমান তারেক শাকিল
০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২১

১ সেপ্টেম্বর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনেকটা ‘আচমকাই’ বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় দলটির নীতিনির্ধারকরা চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে বিশেষভাবে আলোচ্য ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষটি। সদস্যরা একে-অপরের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন।

বুধবার বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অনির্ধারিত এই বৈঠকে বিএনপির নেতারা জিয়াউর রহমানকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সৃষ্ট ইস্যুটি নিয়ে মতামত দিয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিএনপি মনে করছে- দেশে যখনই বড় কোনও সমস্যা আসে, তখনই পরিস্থিতি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে জিয়াউর রহমানকে কেন্দ্র করে সমালোচনা শুরু করে ক্ষমতাসীনরা। গত ১২ বছর ধরে এমনটি অনেকবার ঘটেছে বলে এবার বিএনপি পরিস্থিতি যাচাই করার চেষ্টা করছে। ‘বিএনপিকে ব্যস্ত রাখতে এই প্রক্রিয়া ফিরে আসে’ বলেও তিনি দাবি করেন।

জিয়াউর রহমানকে কেন্দ্র করে সরকার কোনও উদ্যোগ নিলে রাজনৈতিকভাবে তা মোকাবিলার করার বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। বৈঠকে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় করেছেন। শুভেচ্ছায় সিক্ত করেছেন পরস্পরকে। এসময় এলডিপি সভাপতি অলি আহমদের সমালোচনা করা হয়।

নাম না প্রকাশ করার শর্তে স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ‘মাঝেমাঝেই তারেক রহমান কমিটির সদস্যদের সঙ্গে বসেন। কাজকর্ম, কাজের আদানপ্রদানমূলক আলোচনা হয়। বৈঠকে সংগঠন, আন্দোলন নিয়ে নানা আলোচনা করা হয়। আজকের বৈঠকে মূলত প্রতিষ্ঠাবার্ষিকী নিয়েই আলোচনা হয়েছে। কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময় হয়েছে।’

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে এসব বিতর্ক সামনে আনছে। ইস্যু এনে বড় ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। আমরা কংগ্রাচুলেট করেছি পরস্পরকে। শুভেচ্ছা বিনিময় হয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক