X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরে চালু হচ্ছে বিমানের সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট 

নীলফামারী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭

উত্তরাঞ্চলের সঙ্গে পর্যটন শিল্পনগরী কক্সবাজারের সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বিমান। এ ধারাবাহিকতায় অক্টোবর থেকে সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৪ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিমানের যাত্রী সেবায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর এবং দিনাজপুর বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। 

বিমান বাংলাদেশের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জিয়াউদ্দীন আহমেদ এসময় জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিনামূল্যে যাত্রীদেরকে সৈয়দপুর থেকে রংপুর এবং দিনাজপুর আনা-নেওয়া করা হবে।

সভায় বিমান বাংলাদেশের পরিচালক বলেন, ‘সিট খালি কিন্তু টিকেট নেই, বিমানের সে অবস্থা এখন আর নেই। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানটি এখন দাঁড় করেছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান এখন আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিমান আর কোনোদিনও লোকসান করবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জেলায় উত্তরা ইপিজেড রয়েছে। চিলাহাটি স্থলবন্দর চালু হওয়ায় ভারতের সঙ্গে রেলপথে সরাসরি মোংলা বন্দরসহ দেশের বিভিন্ন স্থানের সংযোগ হয়েছে। প্রসার ঘটেছে ব্যবসা-বাণিজ্যের। দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যম হওয়ায় নীলফামারীসহ আশপাশ জেলার অসংখ্য মানুষের একমাত্র ভারসা সৈয়দপুর বিমান বন্দর। তাই বিমান বাংলাদেশের যাত্রীসেবা বাড়াতে শুধুমাত্র রংপুর এবং দিনাজপুরের সঙ্গে বাস সার্ভিস চালু হলো। 

বক্তারা এসময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলা থেকে বাস সর্ভিস না হলেও মাইক্রোবাস সার্ভিস চালুর দাবি জানান।

পরে দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের সব জেলার সঙ্গে বিনামূল্যে মাইক্রোবাস সেবা চালুর বিষয়ে আশ্বাস দেন বিমানের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। 

উল্লেখ্য, সৈয়দপুর-ঢাকা রুটে সম্প্রতি কেনা বিমান বাংলাদেশের অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার হচ্ছে। প্রতিদিন তিনটি ফ্লাইট যাতায়াত করছে। বিজি-৪৯৫ মঙ্গলবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রবি ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে এবং সকাল ৮টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিজি-৬৯৩ প্রতিদিন বেলা ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে বেলা ২টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

/টিটি/
সম্পর্কিত
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!