X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার রাডারে থাকা কোচেরা কে কী বলছেন

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩

বার্সেলোনা কোচ খুঁজছে—স্প্যানিশ মিডিয়ায় ‍গুঞ্জনটা দানা বাঁধছে। বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড, তাছাড়া সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জনও উড়ছে বাতাসে। এ অবস্থায় নতুন কোচের খোঁজ চলছে। স্প্যানিশ মিডিয়ায় জানা যাচ্ছে, রাডারে আছেন তিন জন—বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ রবের্তো মার্তিনেস ও সহকারী হেনরি অঁরি এবং আয়াক্স কোচ এরিক টেন হাগ।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। এরপর লা লিগায় গ্রানাদা সঙ্গে ঘরের মাঠেই ড্র করেছে ১-১ গোলে। দলের এ অবস্থার পর কোম্যানের ওপর আর আস্থা রাখতে পারছে না বার্সেলোনা। তাই নতুন কোচ খুঁজছে। কিন্তু যারা রাডারে আছেন, তারা নিজেদের বর্তমান কাজ নিয়েই সন্তুষ্ট। বিশেষ করে টেন হাগ স্পষ্টই জানিয়েছেন, বার্সেলোনার কোচ হওয়ার আগ্রহ তার নেই।

মার্তিনেসকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কিন্তু এই স্প্যানিয়ার্ড বর্তমানে বেলজিয়াম দলের দায়িত্বে আছেন। বার্সার কোচ হওয়ার আলোচনায় তার কোনও আগ্রহ নেই। ইউরোস্পোর্টকে মার্তিনেস বলেছেন, ‘এখানে আসলে কোনও ‍কিছুই নেই। আমার দিক থেকে কিচ্ছু নেই। আপনি টানা তিন ম্যাচ হারলেই দেখবেন গুঞ্জন ছড়িয়ে গেছে চাকরি হারাচ্ছেন। আবার সবকিছু ঠিকঠাক চললে এবং ভালো ফলাফল পেলেও দেখবেন গুজব ঠিকই আছে।’

জোরেশোরে উচ্চারিত হচ্ছে আরেকটি নাম—টেন হাগ। যদিও আয়াক্স কোচ বর্তমান ঠিকানাতেই ভালো আছেন। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে এর (বার্সেলোনা কোচ) কি সম্পর্ক আছে? আমার নজর সব আয়াক্সে। এসব গুঞ্জন আপনাকে বিনোদন দিতে পারে, আমাকে নয়।’

লম্বা সময় ধরে শোনা যাচ্ছে, বার্সেলোনার কোচ হবেন জাভি। সাবেক এই মিডফিল্ডার ন্যু-ক্যাম্পে না ফিরলেও তার একসময়কার সতীর্থ অঁরির ফেরার গুঞ্জন আছে। লাপোর্তা নাকি ফরাসি কিংবদন্তিকে চাইছেন কোচ হিসেবে। এরনেস্তো ভালভার্দের বিদায়ের সময়ও তার নাম উচ্চারিত হয়েছিল। কিন্তু ওই সময় অন্য দলে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ও অভিজ্ঞতার ঘাটতি থাকায় হয়নি।

এই মুহূর্তে অঁরি কাজ করছেন বেলজিয়াম দলের সহকারী কোচ হিসেবে। মাঝে মোনাকোর প্রধান কোচ হিসেবে কাজ করলেও আবার ফিরেছেন মার্তিনেসের সহকারীর ভূমিকায়। যদি এই স্প্যানিশ কোচকে রাজি করাতে না পারে বার্সেলোনা, তাহলে অঁরি ধরতে পারেন ন্যু-ক্যাম্পের হাল!

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ