X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লা ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে মৃত ব্যক্তি-বিবাহিতরা

কুমিল্লা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

কুমিল্লা মহানগর ছাত্রদলের ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগর ছাত্রদলের নেতারা। কমিটিতে ছাত্রলীগ নেতা, মৃত ব্যক্তি, প্রবাসী, মাদক মামলার আসামি ও বিবাহিতরা পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু। তারা বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানান।

মহানগর ছাত্রদলের নেতারা জানান, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়ে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কমিটি ঘোষণার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর ২২নং এবং ২৫নং ওয়ার্ড ছাত্রদলের ৯ নেতা পদত্যাগ করেন।

সূত্র জানায়, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব হিসেবে মো. আতিকুল হকের নাম আছে। তিনি কমিটি ঘোষণার এক মাস দুই দিন আগে অর্থাৎ গত ১১ আগস্ট মারা যান। ৪নং ওয়ার্ড ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদুজ্জামান বিবাহিত, ৫নং ওয়ার্ডের সদস্য সচিব মো. সাফকাতুজ্জামানের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আতিকুল হক ও সদস্য সচিব মো. মহসিন বিবাহিত। ২১নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, ২২নং ওয়ার্ডের সদস্য সচিব ওমর ফারুক তারেক বিবাহিত, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য তানিম হোসেন বিদেশে থাকেন।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, প্রবাসী, মৃত ব্যক্তি, মাদক মামলার আসামিও ওয়ার্ড কমিটিতে পদ পেয়েছেন। এসব বিতর্কিতদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য আমরা কেন্দ্রে পাঠিয়েছি।’

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। থাকলে অবশ্যই বাদ যাবেন। নিষিদ্ধ সংগঠন ছাড়া ছাত্রদলে আসতে পারেন যে কেউ। মৃত ব্যক্তির কমিটিতে থাকার কথা নয়। হয়তো নামের তালিকা নেওয়ার পর তিনি মারা গেছেন। প্রবাসী থাকলে তারাও বাদ যাবেন। বিষয়টি খতিয়ে দেখবো।’

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদলের ‘সংহতি’ প্রত্যাখ্যান বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর আগে সব দলের সহাবস্থান চায় ছাত্রদল
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ