X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছাগল চুরির অভিযোগ এনে ২ স্কুলছাত্রকে বেঁধে মারধর

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ২২:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:৫৫

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগ এনে গাছে বেঁধে ১৫ বছর বয়সী দুই স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয় এক ইউপি সদস্যসহ অনেককেই ওই দুই কিশোরকে মারধর করতে দেখা গেছে। এতে অভিযুক্ত বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসাইনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে হিলির মোল্লাবাজার এলাকায় ঘটনাটি ঘটে। ম ও শ অদ্যাক্ষরে নামের ওই দুই কিশোর স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

বাংলা ট্রিবিউনকে এ দুই কিশোর জানান, ‘আজ সকালে আমরা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে হিলির মোল্লাবাজার এলাকায় ঘুরতে যাই। এ সময় মোটরসাইকেল রেখে সড়কের পাশে বসি। পাশে থাকা একটি ছাগলকে পাতা খাওয়াচ্ছিলাম। এরপর সেখান থেকে ফিরে আসছিলাম। এ সময় তাদের একজন আমাদের ছাগলের কাছে দেখেছেন, এর আগেও নাকি ছাগল হারিয়েছে সেটা মনে করে আমাদের ধাওয়া করে ধরে। পরে আমাদের রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মেম্বারসহ যে যেভাবে পেরেছে লাঠিসোঁটা দিয়ে মারধর করেছে। অনুরোধ করলেও কেউ আমাদের কথা শোনেনি।’

এদের মধ্যে এক কিশোরের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ছেলেরা তো ভালো, লেখাপড়া করে এলাকার সবাই জানে, সবাই তাদের প্রশংসা করে। তারা দুই বন্ধু মিলে ঘুরতে গেছে, তারাতো আর ছাগল চুরি করতে যায়নি। চোর ভেবে আমাদের ছেলেদের গাছে বেঁধে মারধর করেছে এটাতো ঠিক না, আমরা এর বিচার চাই। তারা যদি কোনও অপরাধ করে, তাহলে দেশে আইন, থানা ও পুলিশ আছে- সে অনুযায়ী ব্যবস্থা নিতো।’

অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটি ছেলে আমাদের গ্রামের একটি ব্রিজে বসেছিল, মাস্ক পরে। তারা সেখানে থাকা একটি ছাগলকে ধরে মোটরসাইকেলে করে নিয়ে বোয়ালদাড় অভিমুখে চলে যায়। এ সময় রাসেল নামের স্থানীয় এক যুবক দেখতে পেয়ে মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া দিয়ে না পেয়ে ফিরে আসে। এর কিছুক্ষণ পর ওই দুই ছেলে মোটরসাইকেলে করে আবারও একটি খাসি নিয়ে হিলির দিকে যাচ্ছিল জানতে পেরে আমি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করি। ধাওয়া খেয়ে কিছু দূর গিয়ে খাসিটি মোটরসাইকেল থেকে ফেলে তারা দু’জন পালিয়ে যায়। এ সময় আমি খাসিটি উদ্ধার করে মোল্লাবাজারে চলে আসি। এর কিছুক্ষণ পর জানতে পারি, ওই দুই ছেলে ছোটডাঙ্গাপাড়া নামক স্থানে ভ্যানের সঙ্গে এক্সিডেন্ট করেছে। স্থানীয়রা খবর পেয়ে তাদের সেখান থেকে ধরে মোল্লাবাজারে নিয়ে আসে। পরে তারা তাকে একটু মারধর করেছে, আমিও মেরেছি। তবে সেটি আমার ভুল হতে পারে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে বিষয়টি মীমাংসা করেন।’

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই কিশোরকে চোর সন্দেহে পেটানো হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় যারা মারধর করছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের জিম্মায় দিয়েছি। বিষয়টি আমরা দেখছি। অভিভাবকরা ছয় জনের নাম ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দিয়েছে। আমরা ইতোমধ্যেই অভিযান চালিয়ে নাজমুল নামের এক ইউপি সদস্যকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/ইউএস/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বিমানবন্দরে আর্মড পুলিশের হাতে মার খেলেন প্রবাসী
‘বিবাহবহির্ভূত’ সম্পর্কের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের