X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

‘কোনও বাড়ি রেহাই পায়নি’, মিয়ানমারের গ্রামে সেনাদের তাণ্ডব

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:১৯

অং সান সু চি'র সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারের সাধারণ মানুষের উপর নির্যাতন, লুটপাট, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনী। প্রতিদিনই কোথাও না কোথাও সেনাদের তাণ্ডবের খবর আসছে। তেমনই গত মাসের শেষ দিকে দেশটির সাগাংই অঞ্চলের অনেক বাসিন্দাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় সেনারা।

গত ২৯ সেপ্টেম্বর মিয়ানমারের উনবে ইন গ্রামে প্রায় দেড়শ সশস্ত্র সেনা প্রবেশ করে। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান শত শত বাসিন্দা। সেনারা চলে যাওয়ার দু’দিন পর ফিরে আসে গ্রামবাসী। এসে ধ্বংসযজ্ঞ দৃশ্য দেখতে পায় তারা। দোকানপাট, ঘর-বাড়ি সব কিছু তছনছ করে দিয়ে গেছে জান্তা।

ওই গ্রামেরই এক বাসিন্দা বলেন, ‘একটি ঘরও সেনাদের হামলা থেকে বাদ যায়নি। তারা প্রতিটি বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে। এমনকি টেলিভিশনও গুঁড়িয়ে দিয়েছে। অন্যান্য জিনিসের মধ্যে ৩০টি সেলাই মেশিন নষ্ট করে দিয়েছে’।

দোকানে লুটপাট ও ভাঙচুর চালানোর পরের চিত্র

উয়ানবে ইন-এ ৩২০টি বাড়ি আছে। গ্রামবাসীরা গত (৩ অক্টোবর) ফিরে এসে হতবাক হয়ে যায়। সেনাদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়াদের মধ্যে তিনভাগের দুইভাগই ফিরে এসেছেন।

খবরে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর মিয়ানমারের উয়ানবে-ইন'তে সাধারণ মানুষের বাড়ি-ঘর টার্গেট করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। অন্যান্য অঞ্চলেও একইদিন বোমা হামলা পরিচালনা করে। স্থানীয়দের তথ্যমতে, বিমান থেকে ১০টি বোমা ভূমিতে ফেলা হয়। কিন্তু এর আগেই গ্রামবাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সম্প্রতি জান্তা সরকার কাচিন, সাগাংই এবং চীন রাজ্যের অধিকাংশ জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এক বাসিন্দা বলেন, ‘এলাকায় কি ঘটছে এখানকার গ্রামবাসীরা কিছুই জানতে পারছে না। আমরা সেনাদের মিথ্যা তথ্য পেয়ে উদ্বিগ্ন’।

গত পহেলা ফেব্রুয়ারি অং সান সু চিকে গৃহবন্দি করার পর আন্দোলন শুরু হয়েছে। সু চির মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়ার দাবিতে দিন দিন আন্দোলন জোড়ালো হচ্ছে দেশটিতে। এতে নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় জান্তা সরকারকে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রও।

/এলকে/
সম্পর্কিত
৪-৫টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তের ওপারে রাখাইনের আকাশে ধোঁয়ার কুণ্ডলী
মানবিক করিডোর নিয়ে কোনও আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
সর্বশেষ খবর
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাধ সেধেছে আইনি জটিলতা
রাশিয়ার গ্যাস বর্জনের পরিকল্পনা ইউরোপের, বাধ সেধেছে আইনি জটিলতা
রাবিতে সিনিয়রদের বিরুদ্ধে কয়েক জুনিয়রকে ৫ ঘণ্টা র‌্যাগিংয়ের অভিযোগ
রাবিতে সিনিয়রদের বিরুদ্ধে কয়েক জুনিয়রকে ৫ ঘণ্টা র‌্যাগিংয়ের অভিযোগ
মেয়র ঘোষণা চেয়ে ফয়জুল করীমের করা মামলা খারিজ
মেয়র ঘোষণা চেয়ে ফয়জুল করীমের করা মামলা খারিজ
পেটেন্ট-ট্রেডমার্ক অধিদফতরে নতুন ডিজি
পেটেন্ট-ট্রেডমার্ক অধিদফতরে নতুন ডিজি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়