বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা দয়া চাই না। এই মামলায় জামিন তার অবশ্যই প্রাপ্য। এই জামিন দিয়ে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, এটাই জনগণের দাবি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বোর্ড বসে ছিল। তারা (চিকিৎসকরা) অত্যন্ত চিন্তিত। তারা বারবার বলছেন, বেগম জিয়ার অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর সামগ্রিক যে চিকিৎসা যেটাকে মাল্টিডিসিপ্লিনারি বলা হয়। একসঙ্গে অনেকগুলো রোগের ট্রিটমেন্ট যেখানে হয়ে থাকে সেখানে ছাড়া এসব হবে না। আবার হবে না নেটা না; তারাও পরীক্ষা করছেন, চেষ্টা করছেন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিসহ আরও অনেকে।