X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাকিব ছুটি চাওয়ার পরও দলে, কী বলছেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৫

পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে। সেই দলে সাকিব আল হাসান থাকলেও মৌখিকভাবে তিনি ছুটি চেয়েছেন। এই অলরাউন্ডারের ছুটি মঞ্জুর হবে কিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট নয়। তবে তিনি ছুটির মূল কারণ জানতে চান। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত।

৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। এই সফরে যেতে ইচ্ছুক নন সাকিব। ইতিমধ্যে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন। যদিও সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনও চিঠি পায়নি ক্রিকেট পরিচালনা বিভাগ। চিঠি না পেলেও বিসিবি সভাপতি সাকিবের ছুটি চাওয়ার ব্যাপারে অবগত।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাপন বলেছেন, ‘অফিসিয়ালি সে (সাকিব) কিছু বলেনি। তবে আনঅফিসিয়ালি সে বলেছে। আমি বলেছি, অফিসিয়ালি জানাতে। তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।’

সাকিব যদি আবেদন করেন, তাহলে কি ছুটি মঞ্জুর করা হবে, এমন প্রশ্নে বোর্ড সভাপতির ঘুরিয়ে উত্তর, ‘তামিমও নেই। সাকিব তো কেবল ব্যাটার না। বোলিংও করতে পারে। সাকিব থাকলে টিম কম্বিনেশনটা ভালো হয়। আর সবার বিকল্প থাকলেও সাকিবের নেই। এটা তো আমি সবসময় বলে আসছি।’

শুধু এবারই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। আগেরবার পিতৃত্বকালীন ছুটির জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

এদিকে সাকিবকে নিউজিল্যান্ড সফরের দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সাকিব আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই সাকিব থাকবে ধরে নিয়েই দল দিয়েছি।’

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। চট্টগ্রাম টেস্ট খেলতে না পারলেও খেলছেন ঢাকা টেস্টে।

৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও