X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কাউন্সিলের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৩:০২আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৩:০২

বিএনপি অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ষষ্ঠ কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। আগামী ১৯ মার্চ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে অনিয়ম, সন্ত্রাস, বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া, তাদের রুটি-রুজি বন্ধ করে দেওয়াসহ নানাধরণের অনাচারে লিপ্ত শাসক দলের প্রার্থীরা।  এই কর্মকাণ্ডে সরকার দলীয় প্রার্থীদের সঙ্গী হিসেবে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তারাও রয়েছেন।
রিজভী বলেন, মনে হয় জনগণকে উপহাস করার জন্যই সরকার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে নিয়ে ব্যালে নৃত্য করছে। সরকারী দলের সন্ত্রাস, তাণ্ডব ও নির্বাচনি কর্মকর্তাদের  অপকর্মগুলোর প্রতি নিরাসক্ত নির্বিকার থাকার বিষয়ে অভিযোগ শুধু বিএনপি’র কাছ থেকেই আসেনি, আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী ও ক্ষমতাসীন জোটের শরীক দলসহ স্বতন্ত্র প্রার্থীরাও একই কথা বলেছেন।
রিজভী জানান, এখন পর্যন্ত প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ মিলে ১৬২ জনের মতো বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়ে অথবা জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করা হয়েছে অথবা ঠুনকো অজুহাতে প্রার্থীতা বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত দুই ধাপের নির্বাচনে সরকারি দলের প্রায় ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় র্নিবাচিত করা হয়েছে।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক