শ্রীলঙ্কার জনগণের পাশে থাকার কথা জানালো ভারত

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন দখল করার পর রবিবার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবধানে প্রস্তুত করা এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার জনগণের পাশে আছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত হলো শ্রীলঙ্কার ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমাদের দুটি দেশের গভীর সভ্যতাগত বন্ধন রয়েছে।

এতে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কার জনগণের পাশে রয়েছে ভারত, যখন তারা সমৃদ্ধি ও অগ্রগতির জন্য গণতান্ত্রিক উপায় ও মূল্যবোধ, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও সাংবিধানিক কাঠামোর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা উপলব্ধি করতে চায়।

দ্বীপ দেশটি যখন অর্থনৈতিক সংকটে রয়েছে তখন ভারত যে সহযোগিতা দিয়েছে সেগুলো ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী আগে নীতির কেন্দ্রস্থলে রয়েছে।

শনিবার বিক্ষোভকারীরা গোটাবায়া রাজাপাকসের সরকারি বাড়িতে ঢুকে পড়ে আর প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময়ে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। রাতে প্রেসিডেন্ট রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন, তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগে সম্মতি দিয়েছেন।

প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা আসার পরই উৎসবে মেতে ওঠে বিক্ষোভকারীরা। রাতের আকাশে দেখা যায় আলোকবাজির ফোয়ারা।

৭০ বছরের মধ্যে সবচেয়ে বাজে আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ক্রমেই বাড়ছে এবং খাবার, জ্বালানি ও ওষুধ আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হচ্ছে। বৈদেশিক মুদ্রা শেষ হয়ে যাওয়ায় ব্যক্তিগত যানবাহনে পেট্রোল ও ডিজেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

আরও পড়ুন-