পড়ে আছে খিচুড়ির পাতিল, পাশে বিড়াল

বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি কার্যালয়ে অভিযান চালানোর পর ডিবি পুলিশ দাবি করে, সেখান থেকে ১৫টি অবিস্ফোরিত ককটেল, অসংখ্য পানির বোতল, চালের বস্তা ও রান্না করা খিচুড়ির পাতিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে  বিএনপির কার্যালয় গিয়ে দেখা যায়, পুলিশের অভিযানে বিধ্বস্ত কার্যালয়ে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। নিচতলায় পড়ে থাকা খিচুড়ির পাতিল থেকে পচা গন্ধ বের হতে শুরু করেছে। আর আশপাশ বিড়াল ঘুরছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসার চেষ্টা করেন। তবে কেউ নয়াপল্টন এলাকায় ঢুকতে পারেননি। পুলিশ পরিচয়পত্র দেখে দেখে বিভিন্ন অফিসের কর্মী ও ছাত্রদের ব্যারিকেডের ভেতরে ঢুকতে দেয়। আর বুধবার রাত থেকে বিএনপির অফিস ছিল তালাবদ্ধ। বৃহস্পতিবার দুপুরের দিকে সিআইডি বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকাকে ক্রাইম সিন ঘোষণা করে। সেখান থেকে সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে অন্যান্যদের বের করে দেওয়া হয়।

পুলিশের ওপর বোমা নিক্ষেপের অভিযোগে বুধবার বিকাল ৪টা থেকে বিএনপির কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান সম্পর্কে এদিন রাতে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আমরা মনে করি মানুষের জানমালের ক্ষতি করার জন্য, আমাদের পুলিশ সদস্যদের আক্রমণ বা হত্যা করার জন্য এখান থেকে পরিকল্পনা হচ্ছে। সাধারণ মানুষ যখন হুমকির মুখে পড়েছে, মানুষ যখন আতঙ্কিত হয়েছে। আর আমরা যখন হামলার শিকার হয়েছি তখন আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি৷

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বুহস্পতিবার দুপুরে বলেন, নয়াপল্টনে বিএনপি কার্যালয় একটি মারাত্মক ঘটনাস্থল। এখানে প্রচুর ককটেল পাওয়া গেছে। সুতরাং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যানচলাচল বন্ধ থাকবে। এখানে আরও ককটেল থাকতে পারে। এছাড়া নাশকতা চালানোর মতো আরও উপাদান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের কাছে বেশ কিছু গোয়েন্দা তথ্য আছে তার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি।

বিপ্লব কুমার সরকার বলেন, এখানে কোনও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এই এলাকায় শুধুমাত্র ইমার্জেন্সি লোকজনকে প্রবেশ করতে দেওয়া হবে।

ছবি: জুবায়ের আহমেদ।

আরও পড়ুন- 

বিএনপির কার্যালয় এখন ক্রাইম সিন এরিয়া, কাউকে ঢুকতে দেওয়া হবে না: পুলিশ

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে মামলা

নয়াপল্টনে বিএনপির কর্মীদের জড়ো হওয়ার চেষ্টা

সড়কে যানবাহন কম, শঙ্কায় মালিকরা

বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

কার্যালয়ে প্রবেশে পুলিশের বাধার মুখে ফিরে গেলেন ফখরুল

নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুরো এলাকা থমথমে

বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান

কার্যালয়ে ঢুকতে পুলিশের বাধা, রাস্তায় বসে পড়লেন ফখরুল

নেতাকর্মীদের আটকে রেখে হামলা অন্যায় ও বেআইনি: মির্জা ফখরুল

রুহুল কবির রিজভী গ্রেফতার

বিএনপিকর্মীরাই প্রথম হামলা করেছে দাবি পুলিশের

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক