সেন্ট্রাল হাসপাতালের সেই দুই চিকিৎসকের জামিন

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুই চিকিৎসক হলেন— ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

এদিন দুই চিকিৎসকের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুন তাদের আদালতে হাজির করা হয়৷ এসময় দুই চিকিৎসক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দার আদালত চিকিৎসক মুনা এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালত চিকিৎসক শাহজাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৪ জুন জুন ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে ধানমন্ডি থানায় মোট পাঁচজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়। মামলার পর দুই চিকিৎসককে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

আরও পড়ুন: