X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
সরেজমিনে শুক্রাবাদ বাজার

নির্ধারিত রেটে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

সাদ্দিফ অভি
১১ মে ২০২২, ১৪:৩০আপডেট : ১১ মে ২০২২, ১৬:৫০

ঈদের প্রায় ১৫ দিন আগে থেকেই খুচরা বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে যায়। তখন থেকেই চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছিলেন না ভোক্তারা। এরমধ্যে তেলের নতুন দাম কার্যকর হয়েছে। তবু বাজারে ছিল তেলের হাহাকার। এ সময় সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুতকৃত তেলও উদ্ধার করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। তবে বুধবার রাজধানীর শুক্রাবাদ বাজারে সরেজমিন দেখা গেছে, বোতলের গায়ে লেখা রেটেই সয়াবিন তেল বিক্রি করছেন বিক্রেতারা।

বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, শুক্রাবাদ বাজারের প্রায় প্রতিটি দোকানেই ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল আছে। অল্প কিছু দোকানে পুষ্টি ও তীর ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে।

এক লিটারের বোতল বিক্রি হচ্ছে ১৯৮ টাকা দরেই। দুই লিটারের তেল ৩৯৫ টাকা এবং পাঁচ লিটার বিক্রি হচ্ছে ৯৮০ টাকায়।

বিক্রেতারা জানান, বাজারের এখন তেল আছে, তবে এই দামে খুচরা বিক্রেতারা তেল বিক্রিতে নিরুৎসাহিত হচ্ছেন। কারণ, এক বোতল তেল থেকে লাভ হচ্ছে মাত্র ২ টাকা।

উত্তরবঙ্গ জেনারেল স্টোরের বিক্রেতা ফজল জানান, ‘সবাই শুধু তেল খোঁজে। ১৯৬ টাকায় কিনে ১৯৮ টাকায় বেচি। এজন্য তেল বিক্রি কমিয়ে দিয়েছি। প্রায় ৪ হাজার টাকা বিক্রি হলে ৪০ টাকা লাভ হয়। তেল বিক্রি করে কী হবে? ২ হাজার ৩৫২ টাকার তেল বিক্রি করলাম, লাভ হলো ২৪ টাকা। এভাবে ব্যবসা করা যায়?’

তেল কিনতে আসা নাসিমা জানান, ‘তেলের দাম যেটা বাড়ানো হলো সেই দামেই কিনলাম। গত পরশুও বাজারে তেল পাইনি। আজ নিলাম।’

উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে সর্বশেষ ৩৮ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা ও খোলা তেলের দাম ১৮০ টাকা হয়েছে। গত শুক্রবার (৬ মে) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, সেটা সত্যি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। তবে দাম না বাড়িয়ে উপায় ছিল না।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাহিদার মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি। ৯০ শতাংশই বাইরে থেকে আসে। আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীর লাভ যেন যৌক্তিক হয় সে দায়িত্ব সরকারের।

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
টিসিবির জন্য ৩৪৭ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা