X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বড় ভাই হত্যার বিচারের দাবিতে রাস্তায় ছোট ভাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৪:৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৫৯

বিচারের দাবিতে মানববন্ধন

২০০১ সালের জানুয়ারি মাসে ১ তারিখে তৎকালীন নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার মানিক মিয়াকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত। ২০ বছরেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শেষ হয়নি এ মামলার। তাইতো বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন মানিকের ছোট ভাই আমিরুল ইসলাম আমু।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ভাই হত্যার বিচারের দাবি জানান আমু।

মানববন্ধনে আমু বলেন,  ‘২০০১ সালের ১ জানুয়ারিতে আমার বড় ভাই তৎকালীন নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার মানিক মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয়ে নরসিংদী থানায় তিন জন আসামির নাম উল্লেখ করে একটি মামলাও করা হয়। মামলায় ১ নম্বর আসামি করা হয় নিহত সাবেক মেয়র লোকমান হোসেন, ২ নম্বর আসামি বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এবং ৩ নম্বর আসামি পাপিয়ার স্বামী মফিজুর রহমান সুমনকে। মামলাটি বর্তমানে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন রয়েছে।’

সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বাহিনীর জন্য প্রাণভয়ে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে পারছে না। সাক্ষ্য দেওয়ার দিনক্ষণ ঠিক হলে কামরুলের সন্ত্রাসী বাহিনী আদালত চত্বর ঘিরে রেখে সাক্ষীদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। শুধু তাই নয়, তারা সাক্ষীদের বাড়িতে গিয়েও প্রাণনাশের হুমকি দেয়। ফলে সাক্ষীর এখন তার নিজ বাড়িতে থাকতে পারছেন না।

তিনি বলেন,  ‘মানিক হত্যাকাণ্ডের ২০ বছর পার হলেও এখন পর্যন্ত বিচার হয়নি। আমরা চাই এই ঘটনার দ্রুত বিচার হোক, আসামিদের ফাঁসি হোক। এজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

 

 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক