X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে দোষ হয় না, আমরা কথা বললেই দোষ’

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:০১

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভারতের কাছ থেকে দীর্ঘদিনেও তিস্তা নদীর পানি বণ্টনে ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। ২৫ টাকার পেঁয়াজ ৩শ’টাকায় বিক্রি হয়েছে। এরপরও ভারত পেঁয়াজ দেয়নি। অথচ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ফেনী নদীর পানি দেওয়ার চুক্তি করে বন্ধুত্ব রক্ষা করেছেন। আওয়ামী লীগ সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে, তাতে দোষ হয় না, আমরা (বিএনপি) কথা বললেই দোষ হয়।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস আরও বলেন, ‘বিনা ভোটের সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্য। দেশে গণতন্ত্র ফেরাতে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার সহসাই বেগম জিয়াকে মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা আন্দোলনের প্রস্ততি নেন। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় নেতারা।

এদিকে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সমাবেশস্থল থেকে শুরু করে এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়।

 

/এফএস/
সম্পর্কিত
জুলাই-যোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি