X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

বালু তোলায় বাধা দিতে গিয়ে ভূমি কর্মকর্তাসহ হামলার শিকার ৩

কুমিল্লা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭

কুমিল্লার লাকসামে অ‌বৈধভা‌বে বালু তোলায় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তাসহ তিন জন। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় লাকসামের গাজীমুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, লাকসামে ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গাজীমুড়া এলাকার একটি চক্র বালু উত্তোলন করে আসছে। এ মাটি কাটায় বাধা দিতে গেলে সোহাগ নামে একজনের নেতৃত্বে ২০-২২ জনের হামলা চালানো হয়। এতে আহত হন তিন জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন– দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন, মুন্সী আতাউর রহমান। তাদের মধ্যে জসিমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়। সে সময় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘ঘটনার আগে আমাদের কেউ জানায়নি। হামলার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল
‘সংবিধান মানবেন না, জ্বালাও-পোড়াও করবেন, মানুষ তা মেনে নেবে না’
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা