X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

খেলাধুলায় মেয়েরা খুব ভালো করছে: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৫

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছে আমাদের মেয়েরা। তারা হ্যান্ডবলে দারুণ করছে। শুধু হ্যান্ডবলই নয়, কিছু দিন আগে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও খুব ভালো করেছে।’

শুক্রবার বিকাল ৪টার দিকে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ১২টি এবং পেশাজীবী সংগঠনের পক্ষে যথাক্রমে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার টিম অংশ নিচ্ছে।

উদ্বোধনকালে কাজী নাবিল আহমেদ বলেন, ‘নারী হ্যান্ডবল প্রতিযোগিতার মতো এত বড় একটি ইভেন্ট যশোরে হওয়ায় আমরা গর্ববোধ করছি। দেশের প্রথিতযশা অনেক খেলোয়াড় এখানে আসছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এসব কারণে আয়োজকদের অভিনন্দন জানাই।’

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় খেলার আয়োজন করেছে যশোর জেলা ক্রীড়া সংস্থা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
এসএমই খাত উন্নয়নে প্রয়োজন নীতি সহায়তা, জমা পড়েছে ১৪০ প্রস্তাব
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিশরের সঙ্গে শিগগিরই পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
ব্রাজিলে ব্যক্তিগত বিমানের পাশাপাশি আনচেলত্তি পাবেন বড় অঙ্কের বেতন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি