X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হাসপাতালে কর্মচারীর লাশ, হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি হাসপাতালের ভেতর থেকে জহিরুল ইসলাম (৩৭) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ‘নতুন সেবা’ নামে ওই হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। এতে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ঘেরাও করেছে।

জহিরুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। তিনি আট বছর যাবৎ ওই হাসপাতালের ফার্মেসিতে কর্মরত রয়েছেন।

স্বজনরা অভিযোগ করেন, জহিরুল দীর্ঘদিন ধরে সোনারগাঁ নতুন সেবা হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি গত রাতে দায়িত্ব পালন শেষে হাসপাতালের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়, জহিরুল মারা গেছেন। এই খবর শুনে স্বজনরা হাসপাতালে এসে জহিরুলের লাশ ঘুমানোর কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তারা এ সময় তার হাতে-পায়ে ইনজেকশন পুশ করার চিহ্ন দেখতে পান এবং সঙ্গে হালকা রক্তের ছাপ রয়েছে। এর কিছুক্ষণ পর হাসপাতালের কর্তৃপক্ষ পালিয়ে যায়।

জহিরুলের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে লাশ ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে গেছে। এ কারণে স্বজনরা সবাই ক্ষুব্ধ হয়ে হাসপাতালের লোকজনদের খুঁজছে। তবে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে সব বের হয়ে যাবে।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। এই সংক্রান্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। এটা নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত বলতে পারবো।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সকাল ১১টায় হাসপাতালের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ইনজেকশন পুশ করার চিহ্ন রয়েছে। তবে এখনি নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্ত শেষে বলতে পারবো। এ বিষয়ে নিহতের স্বজনদের অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে ডায়রিয়া রোগী আরও বাড়ার শঙ্কা
হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা করলো আরেক আসামি
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন