ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আসমা বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান।
মঙ্গলবার দুপুরে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হীরা। তিনি জানান, পুরান ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে এই হাসপাতালে ভর্তি হন। একঘণ্টা পর বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ২৭ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।