X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ট্রেন দুর্ঘটনায় ১৮ মৃত্যু: ৩ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৬:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:২৫

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, বেলা ১১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ, কমিটির সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমামের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল, রেলওয়ে স্টেশনের সিগন্যাল রুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেছে।

সাত সদস্যের একটি তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি। বর্তমানে তদন্ত কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনায় যাদের বিরুদ্ধে ত্রুটি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হবে। সকাল থেকে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন।

এ দুর্ঘটনায় ইতোমধ্যে লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ অক্টোবর) বিকালে ভৈরব রেলস্টেশন থেকে ঢাকায় উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের পেছনের দুই বগিতে মালবাহী অপর একটি ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই দিন ১৭ জনের মৃত্যু হয়েছে। পরে বুধবার ঢাকা পিজি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ১৮ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জেলা প্রশাসন। আহত হয়েছিলেন শতাধিক।

/এমএএ/
সম্পর্কিত
ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়িতে শোকের মাতম
সর্বশেষ খবর
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি