X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, দেখে থামিয়ে পালিয়ে যান চালক

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ২৩:০৯আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২৩:১২

গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাসের পেছনে আগুন দেখে পেছনে থাকা একটি গাড়ির চালক সামনে এসে ইট নিক্ষেপ করলে বাসচালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে বাসের সুপারভাইজার ও হেলপারের সহায়তা যাত্রীরা গাড়ি থেকে নামে। যাত্রী হতাহত না হলেও গাড়ির বক্সের ভেতরে থাকা লাগেজ পুড়ে গেছে।

গাড়ির যাত্রী বরিশালের বেসরকারি সংস্থার আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৮টায় ঢাকা থেকে বাসটি ছেড়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল অতিক্রমকালে বাসটির পেছনে আগুন ধরে যায়। তখন বাসে ১২ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে চালক বাসটি থামিয়ে পালিয়ে যায়। এ সময় হেলপার বাসে আগুন লেগেছে জানিয়েছে সবাইকে তাড়াতাড়ি নামতে বলেন। সুপারভাইজার দ্রুত বাসের দরজা খুলে দিলে সবাই বাস থেকে নেমে যান।

তিনি আরও বলেন, এ সময় বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়ির চালক বলেন, তিনি পেছন থেকে অনেক ডাকাডাকি করেছেন। কিন্তু গ্রীন লাইনের চালক গাড়ি চালিয়ে যেতে থাকে। পরে বাসের চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে  সামনে উঠে ইট নিক্ষেপ করেন বলে জানান। এ সময় চালক বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে পালিয়ে যান।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসটির পেছনের এসি বিকল হয়ে আগুন ধরে যায়। বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরা নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের সামনে বক্সের মালামাল রক্ষা করা গেলেও পেছনের বক্সের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো