X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, দেখে থামিয়ে পালিয়ে যান চালক

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ২৩:০৯আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২৩:১২

গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাসের পেছনে আগুন দেখে পেছনে থাকা একটি গাড়ির চালক সামনে এসে ইট নিক্ষেপ করলে বাসচালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে বাসের সুপারভাইজার ও হেলপারের সহায়তা যাত্রীরা গাড়ি থেকে নামে। যাত্রী হতাহত না হলেও গাড়ির বক্সের ভেতরে থাকা লাগেজ পুড়ে গেছে।

গাড়ির যাত্রী বরিশালের বেসরকারি সংস্থার আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৮টায় ঢাকা থেকে বাসটি ছেড়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল অতিক্রমকালে বাসটির পেছনে আগুন ধরে যায়। তখন বাসে ১২ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে চালক বাসটি থামিয়ে পালিয়ে যায়। এ সময় হেলপার বাসে আগুন লেগেছে জানিয়েছে সবাইকে তাড়াতাড়ি নামতে বলেন। সুপারভাইজার দ্রুত বাসের দরজা খুলে দিলে সবাই বাস থেকে নেমে যান।

তিনি আরও বলেন, এ সময় বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়ির চালক বলেন, তিনি পেছন থেকে অনেক ডাকাডাকি করেছেন। কিন্তু গ্রীন লাইনের চালক গাড়ি চালিয়ে যেতে থাকে। পরে বাসের চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে  সামনে উঠে ইট নিক্ষেপ করেন বলে জানান। এ সময় চালক বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে পালিয়ে যান।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসটির পেছনের এসি বিকল হয়ে আগুন ধরে যায়। বাসের চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরা নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের সামনে বক্সের মালামাল রক্ষা করা গেলেও পেছনের বক্সের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
চট্টগ্রামে মমতা মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক